image
হেডে গোল করছেন তনিমা বিশ্বাস

তনিমার জোড়া গোলে দারুণ জয় সেনাবাহিনীর

বর্তমান চ্যাম্পিয়নদের আট গোল দিয়েছে বিকেএসপি

নারী ফুটবল শুরু

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

তখন প্রথমার্ধের শেষদিকের খেলা চলছে; মাঝমাঠে। প্রায় ৩৫ গজ দূর থেকে শট নিলেন তনিমা বিশ্বাস। বল হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা পুলিশ এফসির গোলকিপার তাসলিমার গ্লাভসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

দৃষ্টিনন্দন এক গোলের উচ্ছ্বাসে সতীর্থেদের সঙ্গে বাঁধনহারা উদযাপনে মাতলেন তনিমা। দ্বিতীয়ার্ধে আবারও তিনি পেলেন জালের দেখা। তার এই উচ্ছ্বাস পূর্ণতা পেল সেনাবাহিনী দলের জয়ে।

সোমবার,(২৯ ডিসেম্বর ২০২৫) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মহিলা ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে পুলিশ এফসিকে ২-০ ব্যবধানে হারিয়েছে সেনাবাহিনী।

অচলাবস্থার অবসান ঘটিয়ে এক মৌসুম পর মাঠে ফিরলো মেয়েদের লীগ। পুলিশ এএফসি, আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব। নতুন এই চার দলসহ মোট ১১ দল নিয়ে হচ্ছে এবারের লীগ। চ্যাম্পিয়ন দল পাবে ৪ লাখ টাকা পুরস্কার।

ফ্লাডলাইটের আলোয় হলো উদ্বোধনী ম্যাচটি। শীতে জবুথবু অবস্থায় গ্যালারিতে মেয়েদের খেলা উপভোগ করেন শ’ পাঁচেক দর্শক। সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাগরিকা, কোহাতি কিসকুদের মতো সাফজয়ী চেনামুখ নিয়ে গড়া পুলিশ এফসি এবং বয়সভিত্তিক দলের ৯ জনকে নিয়ে গড়া সেনাবাহিনীর লড়াইয়ে শুরুর দিকে অবশ্য ছিল না উত্তাপ। দ্বাদশ মিনিটে পুলিশ এফসির সাগরিকার নেয়া শট সহজেই আটকান মিলি আক্তার। এরপর তেমন কোনো আক্রমণই করতে পারেনি কোনো দল। ৪০তম মিনিটে হঠাৎই ম্যাচে প্রাণ ফেরে তনিমার ওই অভাবনীয় গোলে।

দ্বিতীয়ার্ধে পুলিশ মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধে। কিন্তু রক্ষণদূর্গ জমাট রেখে খেলতে থাকে সেনাবাহিনী। ৫৬তম মিনিটে সাবিনা খাতুন রুবির শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালের দিকে যাচ্ছিল, দারুণ ক্ষিপ্রতায় ক্লিয়ার করেন সেনাবাহিনীর ডিফেন্ডার রুমা আক্তার।৭০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ হয়। সুলতানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দূরূহ কোণ থেকেই শট নেন তনিমা। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

প্রত্যেকটি দল ১০টি করে ম্যাচ খেলবে, মোট ৫৫টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জানুয়ারির মধ্যে শেষ হবে লীগের খেলা। বয়সভিত্তিক ফুটবলারদের প্রাধান্য দিতে ম্যাচে ফুটবলার খেলানোর বাধ্যবাধকতা থাকছে। অনেক দলই বিদেশি ফুটবলারদের দলে টেনেছে।

বিকেএসপি ৮ : নাসরিন একাডেমি ০

কমলাপুর স্টেডিয়ামে ্উদ্বেধনী দিনে দ্বিতীয় ম্যাচে শিরোপাধারী নাসরিন একাডেমিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রথমবারের মতো মেয়েদের লীগে খেলতে আসা বিকেএসপি। প্রথমার্ধে তিনবার এবং দ্বিতীয়ার্ধে আরও পাঁচ বার পেল জালের দেখা। অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে বিকেএসপি। ২০২৩-২৪ মৌসুমে তারকা খেলোয়াড়দের সমাবেশ থাকলেও নাসরিন একাডেমি এবার দল গুছিয়েছে অনভিজ্ঞদের নিয়ে। লিগে শুরুতে মুদ্রার উল্টোপিঠ দেখেছে তারা। একাদশ মিনিটে গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্ট পেয়ে গিয়েছিলেন অয়ন্ত বালা, কিন্তু বলে স্পর্শ জোরে হওয়ায় তিনি নাগাল পাওয়ার আগেই এক ডিফেন্ডার কর্নার করে দেন। বালার বাঁকানো কর্নারে বল সরাসরি জালে ঢুকতে যাচ্ছিল, সুমি রানী ক্লিয়ার করে নাসরিন একাডেমির ত্রাতা। গোছালো ফুটবলে শিরোপাধারীদের উপর চাপ ধরে রাখা বিকেএসপি এগিয়ে যায় ২২তম মিনিটে। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে লক্ষ্যভেদ করেন আইরিন খাতুন। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। গোলকিপারের ভুলে বল পেয়ে যান আলমিনা, নিচু শটে জাল খুঁজে নেন তিনি। ৩৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বিকেএসপি। গোলকিপারকে কাটিয়ে নিজেও শট নিতে পারতেন প্রতিমা মুন্দা, কিন্তু তিনি পাস বাড়ান বাম দিকে থাকা অয়ন্ত বালাকে, সহজ শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় নাসরিন একাডেমি।

প্রচ- শীতের কারণে দ্বিতীয়ার্ধে দুই দলের খেলায় গতি কিছুটা কমে। ৭৩তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করার দুই মিনিট পর দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান প্রতিমা। এরপর রিয়া দূরপাল্লার শটে এবং ৮৩তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ফাতেমা আক্তার লক্ষ্যভেদ করেন।শেষ দিকে ফাতেমার শট গোলকিপার দুইবার ফেরালেও তৃতীয়বার ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উম্মে কুলসুমের শট গোলকিপারের হাত ফসকে বেরিয়ে জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি