বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনেও পড়েছে শোকের ছায়া। মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান ।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ক্রিকেট বোর্ড (বিসিবি), ফুটবল ফেডারেশনসহ (বাফুফে) বিভিন্ন ক্রীড়া ফেডারেশন তাদের চলমান ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলো স্থগিতের কথা জানিয়েছে।
আরও শোক জানিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), সাইক্লিং ফেডারেশন, টেনিস ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, হকি ফেডারেশন, কুস্তি ফেডারেশন, ব্যাডমিন্টন ফেডারেশন, বক্সিং ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, সুইমিং ফেডারেশন, দাবা ফেডারেশন, তায়কোয়ান্দো ফেডারেশন, উশু ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থা, আরচারি ফেডরেশন, টেনিস ফেডারেশন, খো খো ফেডারেশন, ক্যারম ফেডারেশন, চুকবল ফেডারেশন, সুইম বাংলা, উত্তরা চেস ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ), স্পোর্টস জার্নালিষ্ট কমিউনিটি (বিএসজেসি), জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদরাসহ অন্য ফেডারেশন ও অ্যাসোসিয়েশন।
জাতীয় কাবাডি খেলা স্থগিত করেছে কাবাডি ফেডারেশন। তবে আগে থেকে শুরু হওয়া জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপের শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। মিরপুরে শহিদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে শোকের মধ্যেও চলেছে ফিন সুইমিং। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়িয়েছে অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুতে শোক জানিয়ে তার স্মৃতিচারণ করেছেন: সাবেক তারকা অ্যাথলেট ও খালেদা জিয়ার খালাতো বোন সামিমা সাত্তার মিমু। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ, সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক হাসান আল মামুন ।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি দলের নেতা লিটন দাস।