সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক তিন দিনের হলেও বিপিএল বন্ধ থাকছে একদিন। মঙ্গলবার, (৩০ ডিসেম্বর ২০২৫) স্থগিত হওয়া ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বুধবার। ম্যাচ দুটির সময়েও আনা হয়েছে পরিবর্তন। বুধবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। খালেদা জিয়ার জানাজার সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ম্যাচ শুরুর সময় ঠিক করা হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টার পরিবর্তে শুরু হবে ৭টা ৪৫ মিনিটে।
প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস, দ্বিতীয় ম্যাচের দুই প্রতিপক্ষ রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের বাকি অংশের সূচি আগের মতোই থাকবে। যেটির মানে, টানা তিন দিন খেলা হবে এবং সামগ্রিক সূচিতে প্রভাব পড়বে না।