image
ছবি: সংগৃহীত

ঢাকার আন্তর্জাতিক স্কোয়াশে দশ দেশের ২৪ বিশ্ব র‌্যাংকধারী খেলোয়াড় অংশ নিবেন

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

আগামী ২ জানুয়ারি ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে শুরু হবে সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ। গতকাল সোমবার এই প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয় । এতে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, কুয়েত, বাহরাইন, জাপান, মিশর, বেলজিয়াম ও বাংলাদেশসহ মোট দশটি দেশের বাছাই করা ২৪ জন বিশ্ব র‌্যাংকধারী পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের মধ্যে র‌্যাংকিংয়ে ভারতের ভেলাভান সেনথিকুমার ৪৭, পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম খান ৭০, মীশরের ইয়াসিন শোয়াদী ৮৫, মালয়েশিয়ার আমিসেনরাজ চন্দ্রআরন ৮০, মালয়েশিয়ার ডানকান লি ৯৫, হংকং-এর চি হিম ওয়াং ৯৭ এবং জাপানের টমোটাকা এনডো ১০৬ ও নওকি হেয়াসি ১৪০তম স্থানে আছেন।

গতকাল সোমবারের অনুষ্ঠানে ট্রফি উন্মোচনের পাশাপাশি দু’জন বিদেশি কোচ ইরানের মোহাসিন জাভেদ ও পাকিস্তানের আব্দুল বাসেতকে পরিচয় করিয়ে দেয় ফেডারেশন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি