image

নতুন বছরে বাংলাদেশ ফুটবলের ব্যস্ত সূচি

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

নতুন বছরে বাংলাদেশের ক্রীড়াবিদদের সামনে ঠাসা খেলাধুলায়। সাফের ফুটসাল, সাফ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপের মূলপর্বসহ নানা খেলাধুলায় ভরপুর থাকবে নতুন বছরে।

আগামী ১৩-২৫ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ১৪-২৬ জানুয়ারি একই দেশে হবে ছেলেদের সাফ ফুটসাল। ১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় হবে মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা। প্রথমবার লাল-সবুজের মেয়েরা টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ৩ মার্চ চীন, ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো। হামজা চৌধুরী, শমিত সোমদের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ রয়েছে ৩১ মার্চ সিঙ্গাপুরে। ১-১৮ এপ্রিল অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ হবে থাইল্যান্ডে। ১ এপ্রিল স্বাগতিক থাইল্যান্ড, ৪ এপ্রিল চীন, ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে লড়বে লাল-সবুজের মেয়েরা। আগামী বছরের আগস্ট ও সেপ্টেম্বরে হবে ছেলেদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। দিনক্ষণ ও ভেন্যু এখনও নির্ধারণ হয়নি। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে রয়েছে ছেলেদের ফিফা উইন্ডো এবং অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে রয়েছে মেয়েদের ফিফা উইন্ডো। এই তিন উইন্ডোতে বেশ কিছু ম্যাচ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।

নতুন বছরের শুরুতে (আগামী ৭ ফেব্রুয়ারি) টাইগাররা নামবে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের অভিযানে। চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমস, জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমস ও এশিয়ান প্যারা গেমস, গ্লাসগোতে কমনওয়েলথ গেমস রয়েছে। যে আসরগুলোতে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি