বিশ্বের এক নম্বর দাবাড়– নরওয়ের ম্যাগনাস কার্লসেন বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এর মাত্র কয়েক দিন আগে অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের ফরম্যাট ‘র্যাপিড’-এও চ্যাম্পিয়ন হন তিনি। এর মধ্য দিয়ে নিজের ২০তম বিশ্ব শিরোপা নিশ্চিত করলেন এই তারকা।
গত মঙ্গলবার দোহায় ফাইনালে ২১ বছর বয়সী উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভকে হারিয়েছেন ৩৫ বছর বয়সী কার্লসেন। প্রথম গেমে হারলেও চতুর্থ ও শেষ গেমে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি।
ব্লিৎজ দাবার নিয়ম অনুযায়ী, শুরুতে উভয় খেলোয়াড় তিন মিনিট করে সময় পান এবং প্রতিটি চালের সঙ্গে অতিরিক্ত দুই সেকেন্ড যোগ হয়।
বাছাইপর্বের ১৯টি গেমের মধ্যে তিনটিতে হেরে পয়েন্ট তালিকায় তৃতীয় হয়ে কোনোমতে সেমিফাইনালের টিকেট কাটেন কার্লসেন। শেষ চারে আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে তিনি ফাইনালে নামেন আবদুসাত্তোরভের বিপক্ষে, যিনি ২০২১ সালের র্যাপিড বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। গত রোববার র্যাপিড বিশ্ব চ্যাম্পিয়ন হন কার্লসেন। এই ফরম্যাটে খেলোয়াড়রা ১৫ মিনিট সময় পান এবং প্রতিটি চালের জন্য ১০ সেকেন্ড বাড়তি যোগ হয়। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে সরাসরি শিরোপা জেতেন তিনি, কারণ এই ফরম্যাটে কোনো আলাদা ফাইনাল ছিল না।