image
বোলার আজমাতউল্লাহ ওমারজাইকে নিয়ে সতীর্থদের উল্লাস

ওমারজাইয়ের অলরাউন্ড পারফরম্যান্সে সিলেটের দ্বিতীয় জয়

বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬
ক্রীড়া বার্তা পরিবেশক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দুই দিন খেলা বন্ধ থাকার পর আবার শুরু হলো বিপিএল। গ্যালারির দর্শকদের উল্লাসে ভাসিয়ে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারালো সিলেট টাইটান্স। বৃহস্পতিবার,( ০১ জানুয়ারী ২০২৬) সিলেট স্টেডিয়ামে স্বাগতিক দল আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত ওভারে তোলে ৫ উইকেটে ১৭৩ রান। রান তাড়ায় বেশির ভাগ সময় খুঁড়িয়ে এগোতে থাকা ঢাকা পরে শামীমের চোখধাঁধানো ইনিংসের পর থামে ১৬৭ রানে। ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলেন শামীম। ২৪ বলে অপরাজিত ৫০ রান ও ৩ উইকেট নিয়ে সিলেটের জয়ে বড় অবদান রাখেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমারজাই।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া সিলেট শুরুতে ২ উইকেট হারায় দলীয় ২২ রানে। রনি তালুকদার ১১ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ রানে আউট হন।

তৃতীয় উইকেটে ৫৪ বলে ৬৪ রান যোগ করে সিলেটকে ভাল অবস্থায় নেন সাইম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন। ৬ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন সাইম ও ইমন। ৩৪ বলে সাইম ২৯ এবং ৩২ বলে ৪৪ রান করেন ইমন। ৯২ রানে চতুর্থ উইকেট হারায় সিলেট। পাঁচ নম্বরে নেমে ১৩ রানে ফিরেন আফিফ হোসেন। এরপর ব্যাট হাতে ঝড় তুলেন ওমারজাই ও ইথান ব্রুকস। ষষ্ঠ উইকেটে তাদের ২০ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট। ইনিংসের শেষ বলে চার মেরে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি পান ওমারজাই। ২৪ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ২টি চারে ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন ব্রুকস। ঢাকার সালমান মির্জা ২টি, তাসকিন - সাইফুদ্দিন ও সাইফ ১টি করে উইকেট নেন। ১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সিলেট বোলারদের তোপে ৪৩ রানে ৫ উইকেট হারায় ঢাকা। এর মধ্যে ২ উইকেট নেন ওমারাজাই। ষষ্ঠ উইকেটে ৩১ বলে ৪৬ রানের জুটিতে উইকেট পতন ঠেকান শামীম ও সাব্বির।

দলীয় ৮৯ রানে সাব্বিরকে শিকার করে ঢাকা ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নাসুম আহমেদ। এরপর ইমাদ ওয়াসিম ৮ ও সাইফুদ্দিন শূন্য হাতে ফিরলে, ২ উইকেট হাতে নিয়ে শেষ ১৮ বলে ৫৬ রান দরকার পড়ে ঢাকার। এ অবস্থায় ঢাকার হয়ে একাই লড়াই করেছেন শামীম।

১৮তম ওভারে ১ ছক্কায় ১১, ১৯তম ওভারে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান তুলেন শামীম। এতে শেষ ওভারে জয়ের সমীকরণ দাঁড়ায় ২৭ রান। পেসার মোহাম্মদ আমিরের শেষ ওভারের প্রথম পাঁচ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২০ রান তুলেন শামীম। শেষ বলে ৭ রানের প্রয়োজনে, কোনো রানই নিতে পারেননি শামীম। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান করে ঢাকা। ৩২ বলে টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ৮১ রানে অপরাজিত থাকেন শামীম। তার ৪৩ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল। সিলেটের ওমারজাই ৪০ রানে ৩ উইকেট নেন। ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো সিলেট। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা।

সংক্ষিপ্ত স্কোর:

টাইটান্স ১৭৩/৫ (সাইম ২৯, রনি ১১, মিরাজ ৬, পারভেজ ৪৪, আফিফ ১৩, ওমারজাই ৫০*, ব্রুকস ১৩*; তাসকিন ১/৪৬, সালমান ২/৪৬, সাইফ হাসান ১/১৩)। ক্যাপিটালস ১৬৭/৮ (সাইফ হাসান ৯, আকবারি ১, উসমান ২১, মিঠুন ০, নাসির ৫, শামীম , সাব্বির ২৩, ইমাদ ৮, সাইফ উদ্দিন ০, তাসকিন ৩*; নাসুম ২/২৬, ওমারজাই ৩/৪০, মিরাজ ১/১৯)।

ম্যাচসেরা: আজমাতউল্লাহ ওমারজাই।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি