বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার জেরে আইপিএল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্তে গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের জয় হয়েছে বলে মনে করেন ভারতের ক্ষমতাশীন দলটির নেতা সঙ্গীত সোম।
এই সঙ্গীত সোম জোর দাবি জানিয়ে আসছিলেন মুস্তাফিজকে বাদ দেওয়ার। বাংলাদেশের পেসারকে দলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সের কর্ণধারদের একজন বলিউড তারকা শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন তিনি।
ভারতের ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া শনিবার জানান, মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে তারা। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পর উচ্ছ্বাস প্রকাশ করেন সঙ্গীত সোম।
আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু মুস্তাফিজের খেলা নিয়ে গত কিছুদিনে নানা বিতর্কের খবর ভারতীয় সংবাদমাধ্যমে উঠে আসে। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে। সেই ঘটনা ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের নানা অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন প্রশ্ন তুলছিলেন মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে।
বিজেপি নেতা কৌস্তভ বাগচি সম্প্রতি প্রকাশ্যে ঘোষণা দেন, "আইপিএলের কোনো দলে যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার রাখা হয় এবং কলকাতায় ম্যাচ খেলতে চায়, তা হতে দেব না। প্রয়োজনে শাহরুখ খানকেও কলকাতায় ঢুকতে দেব না।” আধ্যাত্মিক গুরু দেবকিনান্দান ঠাকুর কলকাতা দল ও শাহরুখের তীব্র সমালোচনা করে বলেছেন মুস্তাফিজকে সরিয়ে দিতে।
মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানান শিব সেনা নেতা সাঞ্জায় নিরুপাম। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রিনাতে প্রশ্ন তোলেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলের নিলামে রাখা হলো কেন। এমনকি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াসিও কলকাতার সমালোচনা করে ক্ষমা চাইতে বলেন শাহরুখকে।
এরপর আনুষ্ঠানিক ঘোষণা এল কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকেও। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটিকে বাংলাদেশ পেসার মোস্তাফিজকে দলে থেকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।
এর আগে গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে মোস্তাফিজকে কলকাতার ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ জন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই।
গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।
শশী থারুরের নিন্দা:
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে ভারতীয় বোর্ডের নির্দেশের সমালোচনা করলেন দেশটির কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি মনে করেন, রাজনীতির সঙ্গে ক্রিকেটকে জড়ানো উচিত নয়। তাছাড়া মোস্তাফিজও কোনো ঘৃণ্য কাজের সঙ্গে সম্পৃক্ত নন যে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিতে হবে।
সারাদেশ: হাতিয়ায় চর দখল নিয়ে ৬ জনের মৃত্যু