২০২৬ সালটি বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আকর্ষণ ফিফা বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে ৪৮টি দল রেকর্ড ১০৪টি ম্যাচে অংশ নেবে।
শুধু ফুটবল নয়, ক্রিকেট বিশ্ব মেতে উঠবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-২০ বিশ্বকাপ নিয়ে। শীতের অ্যারেনা থেকে গ্রীষ্মের স্টেডিয়াম, বছরজুড়েই থাকছে ঠাসা ক্রীড়াসূচি, যা ২০২৬ সালকে বিশ্ব ক্রীড়ার ইতিহাসের অন্যতম ব্যস্ত ও আকর্ষণীয় বছর হিসেবে চিহ্নিত করবে।
জানুয়ারি ও ফেব্রুয়ারি
বছরের শুরুতেই আফ্রিকান নেশনস কাপ (আফকন) চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। ১৩-২৬ জানুয়ারি হবে সাফ পুরুষ ও নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ চলবে ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৮ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।
আগামী ৬ -২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শীতকালীন অলিম্পিক। ভারত ও শ্রীলঙ্কায় টি-২০ বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ মার্চ পর্যন্ত।
মার্চ ও এপ্রিল
মার্চে এএফসি নারী এশিয়ান কাপ (১-২১ মার্চ) এবং আগামী ২৬ ও ৩১ মার্চ নির্ধারিত হবে ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত ৬টি স্পট। ২৭ মার্চ স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ ‘ফিনালিসিমা’।
মার্চ-এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। ৩১ মার্চ এএফসি কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এছাড়া নারী ক্রিকেট দল ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। এপ্রিলে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ পুরুষ দলের হোম সিরিজও রয়েছে।
মে ও জুন
১৬ মে এফএ কাপ ফাইনাল, ২০ মে ইউরোপা লীগ, ২৭ মে কনফারেন্স লীগ এবং ৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল। ১৮ মে টেনিসে ফ্রেঞ্চ ওপেন শুরু । এই সময়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে।আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় চলবে ফিফা বিশ্বকাপ ২০২৬। পাশাপাশি ইংল্যান্ডে ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৯ জুন শুরু উইম্বলডন টেনিস।
জুলাই ও আগস্ট
১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। ২৩ জুলাই থেকে গ্লাসগোতে কমনওয়েলথ গেমস।
জুলাইয়ে বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ে সফরে যাবে। আগস্টে আয়ারল্যান্ড সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়া সফরে ২ টেস্টের সূচি রয়েছে টাইগারদের। ৩১ আগস্ট ইউএস ওপেন শুরু হবে।
সেপ্টেম্বর-ডিসেম্বর
সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানে এশিয়ান গেমস। সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাবনাও রয়েছে।
অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ এবং নারী দলের অস্ট্রেলিয়া সফর রয়েছে। ৩১ অক্টোবর থেকে ডাকারে শুরু যুব অলিম্পিক গেমস। নভেম্বরে বাংলাদেশ পুরুষ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে এবং ডিসেম্বরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর।