২০২৬ সালে ঘরের মাঠে ক্রিকেট উৎসবে মাতবে টাইগাররা

খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
ক্রীড়া বার্তা পরিবেশক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ মৌসুমের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর বাংলাদেশে এসে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ।

দেশের মাঠে বাংলাদেশের সব খেলার সূচি

মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান

ওয়ানডে সিরিজ: ১২, ১৪ ও ১৬ মার্চ।

এপ্রিল-মে প্রতিপক্ষ নিউজিল্যান্ড

ওয়ানডে সিরিজ: ১৭, ২০ ও ২৩ এপ্রিল।

টি-টোয়েন্টি সিরিজ: ২৭, ২৯ এপ্রিল ও ২ মে।

মে, প্রতিপক্ষ পাকিস্তান

প্রথম টেস্ট ৮-১২ মে, দ্বিতীয় টেস্ট ১৬-২০ মে।

জুন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ওয়ানডে : ৫, ৮, ও ১১ জুন।

টি-টোয়েন্টি:১৫, ১৮ ও ২০ জুন।

সেপ্টেম্বর প্রতিপক্ষ ভারত

ওয়ানডে: ১, ৩ ও ৬ জুন।

টি-টোয়েন্টি: ৯, ১২, ও ১৩ সেপ্টেম্বর।

অক্টোবর-নভেম্বর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

তিন দিনের ম্যাচ: ২২-২৪ অক্টোবর।

প্রথম টেস্ট: ২৮ অক্টোবর-১ নভেম্বর

দ্বিতীয় টেস্ট: ৫-৯ নভেম্বর

ভেন্যু এখনও ঠিক হয়নি

ক্রিকেটের তিন সংস্করণÑ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পুরো বছরই ব্যস্ত সময় পার করবে টাইগাররা, যার সূচনা হবে আগামী মার্চ মাসে। বিসিবি বলছে, এই সূচির ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরের মাঠে বিশ্বমানের ক্রিকেট উপভোগ করার সুযোগ পাবেন। ম্যাচগুলোর ভেন্যু পরবর্তীতে ঘোষণা করা হবে।

মার্চে পাকিস্তানের সঙ্গে

ওডিআই সিরিজ

২০২৬ সালের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১২, ১৪ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।

নিউজিল্যান্ড সিরিজ

এপ্রিল-মে মাসে

আগামী এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের ওডিআই এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে সীমিত ওভারের দুই সংস্করণেই নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাবে স্বাগতিকরা।

মে মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে আবারো আসবে পাকিস্তান

আগামী মে মাসেই আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এবারের সফওে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সিরিজটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহের সুযোগ এনে দেবে।

জুনে লড়বে অজিদের সঙ্গে

আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। অজিদেও সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এই সিরিজ ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের সঙ্গে হাই ভোল্টেজ

সিরিজ আগস্ট-সেপ্টেম্বরে

আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

প্রতিবেশী দুই দেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তাই এই সিরিজ নিয়ে ইতোমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে।

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের

সঙ্গে টেস্ট সিরিজ

আগামী অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে।

থাকছে শ্রীলঙ্কা ‘এ’ দলের সফর

পাঁচ ক্রিকেট পরাশক্তির মূল দলের বাইরে আগামী মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশে এসে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে।

সবমিলিয়ে ২০২৬ সালে ঘরের মাঠে টানা আন্তর্জাতিক ক্রিকেটে ভরপুর সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

বিসিবির এই ঘোষিত সূচি নিঃসন্দেহে দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দে ভাসাবে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি