নতুন বছরের শুরুতে পয়েন্ট হারিয়ে বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্ব শেষ করেছে মোহামেডান স্পোর্টিং। উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভকে ছাড়াই শুক্রবার, (০২ জানুয়ারী ২০২৬) মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আলফাজ আহমেদের শিষ্যরা।
লীগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং শিরোপা ধরে রাখার মিশনে এবার খাদের কিনারায় দাঁড়িয়ে। মাঠের লড়াইয়ে যখন দিশেহারা, ঠিক তখনই এলো এক দুঃসংবাদ। লীগের মাঝপথে ব্যাগপত্র গুছিয়ে মোহামেডান ছাড়ছেন ক্লাবটির হয়ে মধ্যমাঠ দাপিয়ে বেড়ানো উজবেকিস্তানের ফুটবলার মুজাফফরভ। শুক্রবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউরি রহমান স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কাই খেলো ঐতিহ্যবাহী মোহামেডান। এই অ্যাটাকিং মিডফিল্ডারের অভাবে গোলের দেখাও মেলেনি সাদা কালো শিবিরে। এর আগে আর্থিক কারণে সাদা কালো শিবির ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী আকাশী-হলুদ শিবির মাতাচ্ছেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে। সাড়ে চার বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী এক পোস্ট দেন দেন উজবেক মিডফিল্ডার। মুজাফফরভ লিখেন, ‘মোহামেডানে ৪ বছর ৬ মাস পার করেছি। একসঙ্গে আমরা অনেক ইতিহাস লিখেছি। আমি গর্বিত এই ক্লাবের হয়ে খেলতে পেরে। তবে পারিবারিক কারণে আমাকে চলে যেতে হচ্ছে। এই ক্লাবকে কখনোই ভুলবো না।’
মুজাফফরভের বিদায়ে ‘পারিবারিক কারণ’ সামনে এলেও পর্দার আড়ালে নাকি রয়েছে অন্য গল্প। চলতি মৌসুমে মোহামেডানের আর্থিক সংকট ওপেন সিক্রেট। দীর্ঘদিনের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে চলে গেলেও সমর্থকদের টানে মোহামেডান ছাড়েননি মুজাফফরভ। কিন্তু অভিযোগ আছে, ঠিকমতো পারিশ্রমিক পাননি এই বিদেশি রিক্রুট।
ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করে লীগের ৯ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট-টেবিলের ষষ্ঠ স্থানে থাকা মোহামেডান চেনা ছন্দে ফেরার চেষ্টা করছে। এক পয়েন্ট কম নিয়ে সাতে আছে ব্রাদার্স।
শেষ চার ম্যাচে নেই জয়ের দেখা। এর ওপর মাথার ওপর ঝুলছে ফিফার ‘ট্রান্সফার ব্যান’ বা দলবদলে নিষেধাজ্ঞার শাস্তি। সবকিছু মিলিয়ে এখন দিশেহারা ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।