image
ছবিঃ সংগৃহীত

মার্করামের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপ দল

শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপকের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার, (০২ জানুয়ারী ২০২৬) ঘোষিত এই দলে প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে থাকছেন এইডেন মার্করাম।

ব্যাটিং বিভাগে মার্করামের সঙ্গে রয়েছেন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, জেসন স্মিথ, ডেভিড মিলার ও ডোনোভান ফেরেইরা। পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, কিউনা মাফাকা, নর্কিয়া, লুঙ্গি এনগিদি ও করবিন বশ। স্পিন বিভাগে মূল ভরসা কেশব মহারাজ। তাকে সহায়তা করবেন জর্জ লিন্ডে। প্রয়োজনে মার্করাম ও ফেরেইরাও স্পিন বোলিং করতে পারেন।

দক্ষিণ আফ্রিকা দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ, আইনরিখ নর্কিয়া।

‘খেলা’ : আরও খবর

» ২০২৬ সালে ঘরের মাঠে ক্রিকেট উৎসবে মাতবে টাইগাররা

সম্প্রতি