থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল আগামী ১৩ জানুয়ারি শুরু হতে যাচ্ছে। সাবিনা খাতুনের দল আগেই সেখানে পৌঁছে গেছে। রোববার দ্বিতীয় দিনের মতো থাইল্যান্ডের ফুটসাল মাঠে অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। এই অনুশীলনের মাধ্যমে তারা নিজেদের থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছেন। দলীয় কৌশল ও টেকনিক্যাল দিকগুলোর উপর বিশেষভাবে কাজ করেছেন জাতীয় নারী ফুটসাল দলের ইরানি প্রধান কোচ সাঈদ খোদারেহেমী এবং তার সহকারীরা। এই টুর্নামেন্টে বাংলাদেশ ইতিবাচক ফল করতে চাইছে। মেয়েদের এই আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া অংশ নিতে যাওয়া ৬টি দেশ হলো ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সর্বশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবেন সাবিনারা।