image

সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে বিশ্বকাপ দল

সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬
সংবাদ স্পোর্টস ডেস্ক

স্পিনার গ্রায়েম ক্রেমারকে নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো জিম্বাবুয়ে ক্রিকেট।

সাত বছর পর গত অক্টোবরে জিম্বাবুয়ে দলে ফিরে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে খেলার সুযোগ পান ক্রেমার।

সিরিজে দুই ম্যাচ খেলে ৪৪ রানে ২ উইকেট শিকার করেন এই স্পিনার। দুই ম্যাচের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন ক্রেমার। যার সুবাদে আগামী মাসে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১০ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন ক্রেমার।

বিশ্বকাপ দিয়ে জিম্বাবুয়ে দলে ফিরেছেন পেসার ব্লেসিং মুজারাবানি। পিঠের ইনজুরির কারণে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি তিনি।

মুজারাবানি সুযোগ পাওয়ায় কপাল পুড়েছে বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরির। বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি।

সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দল থেকে এই একটি পরিবর্তনই হয়েছে।

আগামী ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের

জিম্বাবুয়ে দল

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।

‘খেলা’ : আরও খবর

» শেষ মুহূর্তে সিটির পয়েন্টে ভাগ বসালো চেলসি

সম্প্রতি