image
ডরিয়েলটন গোমেজ

প্রিমিয়ার ফুটবল লীগ: প্রথম লেগ শেষে গোলে এগিয়ে বিদেশিরাই

সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬
ক্রীড়া বার্তা পরিবেশক

ফি বছর ঘরোয়া ফুটবল লীগে বিদেশিদের দাপট খেলে চোখসওয়া দর্শকদের। এবারও তার ব্যত্যয় ঘটছে না। নতুন করে আরও একবার সেই আফসোসে পুড়েছেন তারা। বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) প্রথম পর্বের খেলা শেষ হয়েছে গত শনিবার। নবম রাউন্ড শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উপরে থাকা তিনজনই বিদেশি। দেশিদের মধ্যে সেরা পাঁচে আছেন কেবল কিংসের ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ নাসিমেন্তো চলমান লীগে গোল করেছেন ১০টি। সর্বশেষ ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে জোড়া গোলে তিনি এগিয়ে গেছেন সোলেমান দিয়াবাতের চেয়ে। আবাহনীর মালির ফরোয়ার্ড দিয়াবাতে এই মৌসুমে লীগে করেছেন আট গোল। আগের কয়েক মৌসুমে যিনি ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে।

সর্বোচ্চ গোলদাতার শীর্ষ তিনেও আরেক তিন বিদেশি। ফর্টিজ এফসির পা ওমর বাবুর গোল ৬টি। এবারের লীগ চমক দেখানো ফর্টিজ ১৮ পয়েন্ট নিয়ে লিট টেবিলের দুইয়ে। সমান পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বর জায়গাটি দখলে পাঁচবারের চ্যাম্পিয়নদের। এরপরই সর্বোচ্চ গোলদাতার তালিকায় চারে যৌথভাবে ঘানার স্যামুয়েল বোয়াটেংয়ের সঙ্গে স্থান পেয়েছেন কিংসের জাতীয় দলের ফরোয়ার্ড ফাহিম। দুজনেই করেছেন সমান ৫টি করে গোল। বাংলাদেশিদের মধ্যে ৩ গোল আছে শেখ মোরসালিনের। তালিকার ৬ নম্বরে থাকা জাতীয় দলের উইঙ্গারের উপরে আছে ৭জন।

এই পর্বে বাংলাদেশিদের মধ্যে গোলের সংখ্যাটা দুইয়ে নিতে পেরেছেন আটজন ফুটবলার। তাঁরা হলেন- আরামবাগ ক্রীড়া সংঘের কাজী রাহাদ মিয়া, কিংসের রাকিব হোসেন, আবাহনীর আল আমিন, ফকিরেরপুলের ইরফান সাজ্জাদ ও হোসাইন মোহাম্মদ আরিয়ান, ফর্টিসের রিয়াজ উদ্দিন সাগর, মোহামেডানের রহিম উদ্দিন এবং পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন। লীগে এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক মোহামেডানের ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেংয়ের। গত ৬ ডিসেম্বর পিডব্লিউডি’র বিপক্ষে সাদা-কালোদের ৪-০ গোলে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আগের মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলা এই ফুটবলার।

‘খেলা’ : আরও খবর

» শেষ মুহূর্তে সিটির পয়েন্টে ভাগ বসালো চেলসি

সম্প্রতি