সিডনি টেস্ট
জো রুট ও হ্যারি ব্রুকের অবিচ্ছিন্ন দেড়শ’ রানের জুটিতে সিডনি টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। বৃষ্টির কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হওয়ার সময় ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২১১ রান।
গতকাল টস জিতে আগে ব্যাটিংয়ে নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে শুরুটা সুখকর ছিল না তাদের। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের তোপে মধ্যাহ্ন বিরতির আগেই ৫১ রানে ২ উইকেট এবং পরে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল সফরকারীরা।
ওপেনার বেন ডাকেট ৫ চারে ২৭ রান করে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। আরেক ওপেনার জ্যাক ক্রাউলিকেও (১৬) থিতু হতে দেননি মাইকেল নেসার। তিনে নামা জ্যাকব বেথেলকে ১০ রানে ফিরিয়ে অজি শিবিরে স্বস্তি আনেন স্কট বোল্যান্ড। তবে চতুর্থ উইকেটে দৃশ্যপট বদলে দেন রুট ও ব্রুক। অজি বোলারদের শাসন করে ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ব্রুক মাত্র ৬৩ বলে এবং রুট ৬৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দিনের খেলা শেষ হওয়ার সময় ব্রুক ৯২ বলে ৭৮ এবং রুট ১০৩ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন।
ব্রুকের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি বিশাল ছক্কার মার, অন্যদিকে রুটের ইনিংসে ছিল ৮টি চারের ঝিলিক।
সিডনির এই টেস্টে অস্ট্রেলিয়া কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নেমেছে, যা গত ১৪০ বছরে তাদের জন্য প্রথম। টড মারফিকে বসিয়ে অলরাউন্ডার বিউ ওয়েবস্টারকে অভিষেক করিয়েছে স্বাগতিকরা। তবে অজি পেসাররা প্রথম সেশনের পর আর কোনো সুযোগ তৈরি করতে পারেননি।
বিকেলে আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস ৪৫ ওভারে ২১১/৩ (ডাকেট ২৭, ক্রাউলি ১৬, বেথেল ১০, রুট ৭২*, ব্রুক ৭৮*; স্টার্ক ১/৫৬, নেসার ১/৩৬, বোল্যান্ড ১/৪৭)।