image
সোমবার বিসিবিতে সাংবাদিকদের সামনে বক্তব্য দেন সভাপতি বুলবুল

আইসিসির উত্তরের অপেক্ষায় বিসিবি: বুলবুল

ক্রীড়া বার্তা পরিরেবশক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেটা জানা গিয়েছিল আগেই। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছিল বিসিবি। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেয়ার আবেদন জানানো হয়েছে।

এই ইস্যুতে সোমবার, (০৫ জানুয়ারী ২০২৬) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘আমরা বোর্ডের পরিচালকদের নিয়ে দুটো মিটিং করেছি। সিদ্ধান্তগুলো আপনারা জানেন। এখন আমরা নিরাপদ বোধ করছি না। আমরা আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এখন নিরাপত্তার শঙ্কা রয়েছে (ভারতে খেলার ব্যাপারে)। সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে একটা মিটিং করতে আমাদের বলবে খুব তাড়াতাড়ি। মেইলের রিপ্লাইয়ের ওপর নির্ভর করছে কী হবে সামনে।’

যদি আইসিসির পক্ষ থেকে নেতিবাচক ফল আসে তখন কী করবে বিসিবি? জবাবে বুলবুল বলেছেন, ‘আমরা জানি না কী ফিডব্যাক আসবে। আমরা যে ধারা দিয়েছি, এমপিও এর মধ্যেই আছে।’

এর মাঝে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে আমাদের এখন যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি।’

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিসিবি প্রধান বলেছেন, ‘দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপে যাওয়ার নিরাপত্তা ভিন্ন ব্যাপার। আপাতত বিশ্বকাপের ব্যাপার নিয়ে চিন্তা করছি।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি