এবার ঘরোয়া ফুটবলে মৌসুমজুড়ে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত একটি হচ্ছে না। আবারও বাতিল হয়ে গেলো কোটি টাকার সুপার কাপ। পৃষ্ঠপোষক না পাওয়ায় টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। চলতি মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত ছিল। এর মধ্যে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লীগ মাঠে গড়িয়েছে। মধ্যবর্তী দলবদলের সময়ে আলোচিত সুপার কাপ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘শেষমুহূর্তে পৃষ্ঠপোষক না পাওয়ায় এবার সুপার কাপ আয়োজন করা যাচ্ছে না। একটি টেলিকম কোম্পানি শুরুতে রাজি ছিল। তবে দিন কয়েক আগে না করে দিয়েছে। এখন নতুন মৌসুমে করা ছাড়া বিকল্প নেই।’
এর আগে ২০০৯ ,২০১১ এবং ২০১৩ সালে সুপার কাপ মাঠে গড়িয়েছিল।