ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে মঙ্গলবার, (০৬ জানুয়ারী ২০২৬) পাঁচদিনব্যাপী ১ম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং একই সঙ্গে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এই প্রতিযোগিতায় মিশর, বাহরাইন, কুয়েত, জাপান, হংকং, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান ও বাংলাদেশসহ ৯টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, ফেডারেশনের সদস্যরা, দেশি-বিদেশী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কোচ ও খেলোয়াড়রা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।