image
ছবিঃ সংগৃহীত

প্রথম বিভাগ ভলিবল

ক্রীড়া বার্তা পরিবেশক

ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লীগে জিতেছে মালটিফ্যাবস লিমিটেড ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। মঙ্গলবার, (০৬ জানুয়ারী ২০২৬) শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মালটিফ্যাবস লিমিটেড ৩-০ সেটে ভাই ভাই সংঘকে এবং ফায়ার সার্ভিস সমান ৩-০ সেটে হারিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাবকে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি