image

মুস্তাফিজকে পাকিস্তানের ডাক

সংবাদ অনলাইন রিপোর্ট

আইপিএলের সামনের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েনও তৈরি হয়।

আইপিএল থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ তৈরি হয়েছে মুস্তাফিজের সামনে। পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।

পোস্টে পিএসএল কর্তৃপক্ষ লিখেছে,ব্যাটাররা সাবধান, নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।

এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারত গিয়ে বিশ্বকাপ খেলতেও অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে দল না পাঠানোর পরামর্শ দিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’