বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনঢ় বাংলাদেশ। ক্রিকেটারদের ‘নিরাপত্তা’ ও বাংলাদেশের ‘মর্যাদার’ প্রশ্নে কোনো ‘আপোষ নয়’ বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘আইসিসির চিঠি পড়ে মনে হয়েছে তারা ভারতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বুঝতে পারেনি। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই।’ তিনি জানান, আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ।
পরে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “যে কোনো বিদেশি ট্রিপে যাওয়ার আগে আমাদের সরকারি অর্ডার লাগে। সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি। এই সেইফটি অ্যান্ড সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে, তাহলে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস।”
তিনি বলেন, “আমরা তো একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা রেইজ করেছি। এতোগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এ ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হয়েছে তাই আমরা এটা রেইজ করেছি।”
আইসিসি যদি ভারতেই খেলতে হবে বলে তাহলে বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করবে কি না এমন প্রশ্নে বুলবুল জানান, “আইসিসিকে বোঝানো হবে।”
“আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে তার মূল কারণই কিন্তু সিকিউরিটি। আমরা আশা করছি আমাদের যে রিজনগুলা আছে সেগুলো আমরা স্টাবলিশ করতে পারবো। মোস্তাফিজকে দেখেন, সিকিউরিটি দিতে অসুবিধার কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে। তখন একটা দল, বাংলাদেশের জনগোষ্ঠি যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি রাখছি,” বলেন তিনি।
তিনি উল্লেখ করেন, “যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি। পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে যায়নি। আমরাও আশা করছি যে একটা সঠিক অ্যান্সার পাবো।”