চলতি অ্যাশেজ সিরিজে দ্বিতীয়বার পঞ্চম দিনে গড়ালো টেস্ট। বুধবার, (০৭ জানুয়ারী ২০২৬) সিডনি টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচটাকে পঞ্চম দিনে নিয়ে যাওয়ার কৃতিত্ব অনেকটাই ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেলের। যদিও চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয়ার ধারেকাছে নেই ইংল্যান্ড। চতুর্থ দিন শেষে ২ উইকেট হাতে রেখে ১১৯ রানের লিড ইংলিশদের ।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৩৮৪/১০ (রুট ১৬০, ব্রুক ৮৪; নেসের ৪/৬০) ও ৭৫ ওভারে ৩০২/৮ (ডাকেট ৪২, বেথেল ১৪২*, ব্রুক ৪২, স্মিথ ২৬, কার্স ১৬; স্টার্ক ১/৬১, বোল্যান্ড ২/৩৪, নিসার ১/৫৫, ওয়েবস্টার ৩/৫১)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৫৬৭/১০ (আগের দিন ৫১৮/৭) (স্মিথ ১৩৮, ওয়েবস্টার ৭১*; কার্স ৩/১৩০, টং ৩/৯৭, স্টোকস ২/৯৫, জ্যাকস ১/৩৪, বেথেল ১/৫২)।
অজি বোলারদের দাপটের দিনে ২২ বছর বয়সী ইংলিশ ব্যাটার বেথেল ২২৯ বলে ১৪২ রানে অপরাজিত থেকে একাই গড়েছেন প্রতিরোধ। আক্রমণ ও রক্ষণাত্মক ভঙ্গিতে ভারসাম্য রেখে টেস্টে প্রথমবারের মতো তিন অংকের ম্যাজিক ফিগারে পা রাখেন তিনি কিন্তু অন্য প্রান্ত থেকে উপযুক্ত সঙ্গীর অভাবে অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য দিতে পারছে না সফরকারীরা।
টানা দ্বিতীয় জয়ের আশা একটা সময় দেখতে শুরু করেছিল ইংল্যান্ড, যখন দ্বিতীয় ইনিংসে তারা ৩ উইকেটে ২১৯ রানে পৌঁছেছিল। তখন তাদের লিড ৩৬ রানের। কিন্তু অজি বোলার ওয়েবস্টার ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হ্যারি ব্রুককে ৪২ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে জড়িয়ে। বেথেলের সঙ্গে ভাঙে ১০২ রানের জুটি। ব্রুককে ফেরানোর দুই বল পর উইল জ্যাকসকে আউট করেন অজি স্পিনার। চোট পেয়ে দিনের শুরুতে মাঠের বাইরে যাওয়া বেন স্টোকস আট নম্বরে ব্যাট করতে নামেন। ৫ বলে ১ রানে তাকেও শিকার করেন ওয়েবস্টার। পার্ট টাইম অফস্পিনার হিসেবে ১৩ ওভারে ৫১ রান খরচায় ওয়েবস্টার ৩ উইকেট শিকার করলে ম্যাচের পাল্লা অনেকটাই অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকে পড়ে। মাত্র ৭৮ রানের ব্যবধানে দিনের শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। দিন শেষে তাদের স্কোর ৮ উইকেটে ৩০২ রান। ইংল্যান্ডের পক্ষে সমান ৪২ রান করে করেন বেন ডাকেট ও ব্রুক। জেমি স্মিথ করেন ২৬ রান।
এর আগে তৃতীয় দিনে ৭ উইকেটে তোলা ৫১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ১২৯ রানে খেলতে নেমে থেমেছেন আর ৯ রান করে। ওয়েবস্টারের সঙ্গে তার জুটি ছিল ১০৭ রানের।
২২০ বলে ১৬টি বাউন্ডারি ও একটি ছক্কা মারে ১৩৮ রান করেন অজি অধিনায়ক। ৩৩ রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় স্বাগতিকরা। ৮৭ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ওয়েবস্টার।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৫৬৭ রানে অলআউট হয়ে ১৮৩ রানের লিড পায়। এই ইনিংসে ইংল্যান্ডের ব্রাইডন কার্স ও জশ টাং তিনটি করে উইকেটের দেখাপান।