image
৯০ রানের ইনিংস খেলে ঢাকাকে জেতান নাসির

নাসিরের ব্যাটে ঢাকার জয়, হেরেই চলেছে নোয়াখালী

ক্রীড়া বার্তা পরিবেশক

চলমান বিপিএলে টানা তিন ম্যাচ হারার পর নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের মুখ দেখলো ঢাকা ক্যাপিটালস। ৭ উইকেটে হারালো তারা নোয়াখালী এক্সপ্রেসকে। ধুঁকতে থাকা নোয়াখালী হেরে গেল পাঁচ ম্যাচের সবকটিতেই। নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়েই মূলত জয় নিশ্চিত করে দলটি। টানা তিন ম্যাচ হারার জয়ের মুখ দেখল ঢাকা ক্যাপিটালস। ধুঁকতে থাকা নোয়াখালী হেরে গেল পাঁচ ম্যাচের সবকটিতেই।

বুধবার, (০৭ জানুয়ারী ২০২৬) সিলেট স্টেডিয়ামে বিপিএল ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়ে নোয়াখালী নির্ধারিত ওভারে ৬ উইকেটে করে ১৩৩ রান। জবাবে ৩৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ঢাকা। তবে সেখান থেকে একাই ইনিংসের হাল ধরেন নাসির হোসেন। দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫০ বলে অপরাজিত ৯০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা। চলতি বিপিএলে এটি নাসিরের প্রথম ফিফটি, যা আসে দলের প্রয়োজনের মুহূর্তে। যদিও ব্যাট হাতে নাসির ছিলেন জয়ের প্রধান নায়ক, তবে তার পেছনে বড় ভূমিকা রাখে ঢাকার বোলারদের সম্মিলিত নিয়ন্ত্রিত পারফরম্যান্স, যার ফলে লক্ষ্যটা ছিল পুরোপুরি নাগালের মধ্যেই।

এর আগে নোয়াখালীর ইনিংস শুরু থেকেই ছিল চাপে। স্থানীয় ব্যাটার হাবিবুর রহমান সোহান (৬), সৌম্য সরকার (১), মুনিম শাহরিয়ার (২) ও মাহিদুল ইসলাম অঙ্কন (২)-কেউই ইনিংস গড়তে পারেননি। বিদেশি ব্যাটার মাজ সাদাকাত ২৪ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

পরবর্তীতে ষষ্ঠ উইকেটে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি ও পাকিস্তানি ব্যাটার হায়দার আলী দৃঢ় জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এই জুটিতে আসে ৯০ রান। দুইটি করে চার ও ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন নবি। তিনটি চার ও একটি ছক্কায় অধিনায়ক হায়দার আলী করেন সর্বোচ্চ ৪৭ রান।

লক্ষ্য তাড়ায় নেমে নাসির হোসেন ইরফান শুক্কুরের সঙ্গে ৫৯ রানের এবং পরে ইমাদ ওয়াসিমকে নিয়ে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি গড়ে সহজ জয় নিশ্চিত করেন। এই জয়ে ঢাকার আত্মবিশ্বাস যেমন বাড়ল, তেমনি নোয়াখালীর জন্য হার যেন আরও দীর্ঘ হলো।

সংক্ষিপ্ত স্কোর:

নোয়াখালী এক্সপ্রেস ১৩৩/৬ (সোহান ৬, সৌম্য ১, সাদাকাত ২৪, মুনিম ২, মাহিদুল ৪, নাবি ৪২*, হায়দার ৪৭, হাশিম ০*; ইমাদ ৪-০-১৬-১, তাসকিন ১/২৮, সাইফ উদ্দিন ১/৩০, জিয়াউর ১/২৬, নাসির ১/২৪, আল মামুন ১/৬)।

ঢাকা ক্যাপিটালস ১৪.১ ওভারে ১৩৪/৩ (গুরবাজ ০, আল মামুন ১, নাসির ৯০*, ইরফান ১২, ইমাদ ২৯*; হাসান ২/১৭, জাহির ১/৩২)।

ম্যাচসেরা: নাসির হোসেন।

‘খেলা’ : আরও খবর

» মোস্তাফিজের সঙ্গে যা হয়েছে তা হতাশার: মিকি আর্থার

সম্প্রতি