আর্জেন্টিনার স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘লুজু টিভি’-কে মেসি বলেছেন, তিনি হট্টগোল একেবারেই পছন্দ করেন না। সেই সঙ্গে এ-ও বলেছেন যে, প্রতিটি দিন পরিকল্পনা করে এগোন। সেখানে ব্যাঘাত ঘটলে তিনি প্রভাবিত হয়ে পড়েন।
মেসি হট্টগোল একেবারেই পছন্দ করেন না। প্রতিটি দিন পরিকল্পনা করে এগোন। সেখানে ব্যাঘাত ঘটলে
প্রভাবিত হয়ে পড়েন। তার লক্ষ্য তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনা
সাক্ষাৎকারে মেসি বলেছেন, তার ‘একাকিত্ব’ প্রয়োজন। ইন্টার মায়ামির অধিনায়ক বলেন, ‘আমি একটু অদ্ভূত। আমি একা থাকতে খুব পছন্দ করি। একাকিত্ব উপভোগ করি। এমনকি, বাড়িতে তিন সন্তানের জন্য যে হট্টগোল তৈরি হয়, সেটাও মাঝে মধ্যে আমাকে ক্লান্ত করে। তখন আমার একা থাকার প্রয়োজন হয়।’ দিনের পরিকল্পনায় হঠাৎ কোনো পরিবর্তন হলে সেটা মানিয়ে নিতে তার বেশ সমস্যা হয় বলেও জানিয়েছেন মেসি। বলেছেন, ‘আমি খুব গোছানো থাকতে পছন্দ করি। আমার প্রতিটি দিন একটা নির্দিষ্ট পরিকল্পনায় সাজানো থাকে। মাঝপথে কিছু ঘটে যদি সব ওলটপালট করে দেয়, সেটা আমাকে বেশ সমস্যায় ফেলে।’ আর্জেন্টিনার চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মেসি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মুখ খুলেন। জানিয়ে দিয়েছেন, তিনি কোচ হতে চান না। বলেছেন, কোচিংয়ে তার কোনো আগ্রহ নেই। বরং তিনি কোনো ক্লাবের মালিক হতে চান। কারণ, তার লক্ষ্য তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনা। তিনি বলেছেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। আমি ক্লাবের মালিক হতে চাই।’ মেসি অবশ্য তার এই লক্ষ্য থেকে খুব বেশি পিছিয়েও নেই। দীর্ঘ দিনের বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের চতুর্থ ডিভিশনের ক্লাব দেপোর্তিভো এলএসএম-এর মালিক মেসি। এছাড়া ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার লক্ষ্যে মায়ামিতে অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা ‘মেসি কাপ’ও চালু করেছেন। হট্টগোল ছাড়াও মেসি তার আরও একটি অপছন্দের কথা বলেছেন, সেটি সমাজমাধ্যম। সেখানে যেসব ‘অসত্য’ কথা লেখা হয় তা নিয়ে মেসি বলেছেন, ‘মানুষ এমন সব কথা বলে যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। লোকের দরজায় দরজায় গিয়ে তো আর সবসময় সবকিছুর ব্যাখ্যা দেয়া সম্ভব নয়।’ মেসিকে প্রশ্ন করা হয় প্রযুক্তি ব্যবহার নিয়েও। আর্জেন্টিনার অধিনায়ক বলেন, তিনি প্রযুক্তির ব্যবহারে খুব একটা স্বচ্ছন্দ নন। জানান, চ্যাটজিপিটি-র মতো ‘এআই টুল’ তিনি ব্যবহার করেন না। মেসি বলেন, ‘এমন নয় যে, আমি এর বিরোধী। কিন্তু বিষয়টার সঙ্গে এখনও ঠিক সড়গড় হয়ে উঠতে পারিনি। আমার স্ত্রী আন্তোনেলা এগুলো অনেক বেশি ব্যবহার করে।’ আপাতত ফুটবলেই মনোনিবেশ করছেন মেসি। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর পর তিনি আগামী মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছেন। ভক্তদের আশা, এ বছর বিশ্বকাপে তিনি আবার আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন।