আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য রোহিত পাউডেলের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএন)।
২০ দলের এই টুর্নামেন্টে পাউডেলরে ডেপুটি আরেক অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি। নেপালের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন সন্দীপ লামিচানে।
গ্রুপ ‘সি’-তে নেপালের প্রথম ম্যাচ আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। একই ভেন্যুতে তারা গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচ খেলবে নবাগত ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ, যথাক্রমে ১২, ১৫ ও ১৭ ফেব্রুয়ারি।
টি-২০ বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার অংশ নিচ্ছে নেপাল। এর আগে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল তারা।
সেই আসরে গ্রুপ পর্বে চারটি ম্যাচের একটিতেও জয় না পাওয়ায় নেপালের অভিষেক স্মরণীয় হয়নি।
নেপাল দল: রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, কুশল ভুর্তেল, আসিফ শেখ, সন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমেদ, সোমপাল কামি, করন কেসি, নন্দন যাদব, গুলশন ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা ও লোকেশ বাম।