image
শাদাব খানের উইকেট উদযাপন

শাদাবের নেপুণ্যে শ্রীলঙ্কায় জয় পেল পাকিস্তান

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা সফর করছে পাকিস্তান ক্রিকেট দল। সফরের প্রথম টি-টোয়েন্টিতে শাদাব খানের অল রাউন্ড নৈপুণ্যে স্বাগতিকদের অনায়াসে হারিয়েছে পাকিস্তান।

শ্রীলঙ্কাকে মাত্র ১২৮ রানে অলআউট করে দিয়ে ২০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে সফরকারীদল গতকাল বুধবার রাতে ডাম্বুলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ব্যাটিং করতে নেমে সফরকারী বোলারদের তোপের মুখে পড়া লঙ্কান ব্যাটাররা ৩৮ রানেই হারিয়ে বসে ৪ উইকেট।

এরপর চারিথ আসালাঙ্কা ও জানিত লিয়ানাগে ৩৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দলীয় ৭২ রানে আসালাঙ্কা ফেরেন ১৮ রান করে। লিয়ানাগের সঙ্গে হাসারাঙ্গা গড়েন ৩৮ রানের পার্টনারশিপ। ১১০ রানে হাসারাঙ্গাও ১৮ রান করে বিদায় নিলে ষষ্ঠ উইকেটের পতন হয়।

সর্বোচ্চ ৪০ রান করা লিয়ানাগে আবরার আহমেদের বলে আউট হন ১৭.৪ ওভারে। তখন ১২৭ রানেই শ্রীলঙ্কা সপ্তম ব্যাটারকে সাজঘরে পায়। এরপর আর ১ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১২৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে আবরার ও সালমান মির্জা সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। সমান দুটি করে উইকেট পেয়েছেন ওয়াসিম ও শাদাব খান।

জয়ের জন্য মামুলি লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের জন্য ম্যাচ সহজ করে দেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। ৫৯ রানের উদ্বোধনী জুটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে পাকিস্তান। ১৮ বলে ২৪ রান করে থিকসানার বলে ফেরেন সাইম।

অধিনায়ক সালমান আগা ১৬ রান তুলে হাসারাঙ্গার বলে ফিরলেও ততক্ষণে বোর্ডে রান ৯৪। তবে দ্রুত আরও দুটো উইকেট হারায় পাকিস্তান। যদিও তা বিপদের কারণ হয়নি। ৩৬ বলে ৫১ রান করা সাহিবজাদা ফারহান দুস্মন্ত চামিরার বলে ফেরেন দলীয় ১০১ রানে।

এরপর ৫ রান করে ফখর জামান আউট হলে ১০৬ রানে চতুর্থ উইকেট হারায় সালমান আগার দল। তবে জয়ের জন্য বাকি থাকা ২৩ রান তোলার পথে শাদাব খান ১৮ ও উসমান খান ৭ রানে অপরাজিত থাকেন। বল হাতে ২৫ রানে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ১২ বলে ১৮ রান করে ম্যাচসেরা হয়েছেন শাদাব খান।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ১২৮ (নিসাঙ্কা ১২, মেন্ডিস ১৪, ধানাঞ্জায়া ১০, আসালাঙ্কা ১৮, লিয়ানাগে ৪০, হাসারাঙ্গা ১৮, শানাকা ১২; সালমান মির্জা ৩/১৮, ওয়াসিম ২/৭, শাদাব ২/২৫, আবরার ৩/২৫)।

পাকিস্তান ১৬.৪ ওভারে ১২৯/৪ (সাহিবজাদা ৫১, সাইম ২৪, সালমান আলি ১৬, শাদাব ১৮*; থিকশানা ১/৩১, চামিরা ১/৩৪, হাসারাঙ্গা ১/১৭, ধানাঞ্জায়া ১/৪)।

ম্যাচসেরা: শাদাব খান।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি