image
রাফিনিয়ার গোল উদযাপন

স্প্যানিশ কাপের ফাইনালে বার্সেলোনা

সংবাদ স্পোর্টস ডেস্ক

আতলেতিক ক্লাবের বিপক্ষে আধিপত্য দেখিয়ে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে উঠে গেছে বার্সেলোনা।

প্রথমার্ধের এক চতুর্থাংশ সময়েই ম্যাচ কার্যত শেষ করে দেন হান্সি ফ্লিকের শিষ্যরা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় কাতালানরা। জেদ্দায় গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে হাই প্রেসিংয়ে আতলেতিক প্রথম দশ মিনিটে কিছুটা স্বপ্ন দেখালেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।

ইয়ামালকে বেঞ্চে রেখে নামা বার্সেলোনার আক্রমণে নেতৃত্ব দেন ফেরান তোরেস। তিনিই খোলেন গোলের খাতা। বাঁ পায়ের শটে দ্বিতীয় গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এই ‘ডাবল এফ’ (ফেরান ও ফেরমিন) জুটিই আতলেতিকের রক্ষণ ভেঙে চুরমার করে দেয়। এরপর একের পর এক আঘাত হানে বার্সেলোনা। পেদ্রির পাস থেকে বল পেয়ে রুনি দুর্দান্ত নিয়ন্ত্রণ ও কাটব্যাক করে গোল করেন। এরপর বুলেট এক শটে স্কোরশটে নাম লেখান রাফিনিয়া। প্রথমার্ধেই চার গোল হজম করে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে আতলেতিক। দ্বিতীয়ার্ধের শুরুতেই পঞ্চম গোল পায় বার্সেলোনা। দীর্ঘ আক্রমণ, একাধিক শট ও রিবাউন্ডের পর ডান দিক থেকে জালে বল জড়িয়ে দেন রাফিনিয়া। এদিন ব্রাজিলিয়ান উইঙ্গার দুটি গোল করে উজ্জ্বল ছিলেন।

বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গতি কমায় বার্সেলোনা। ফ্লিক পরিবর্তন এনে খেলোয়াড়দের বিশ্রাম দেন, বার্নালকে সুযোগ দেন ম্যাচের ছন্দে ফেরার। সুযোগ পেয়েও আতলেতিক কাজে লাগাতে পারেনি, উনাই গোমেজ একেবারে ফাঁকা অবস্থায় সুযোগ নষ্ট করেন। শেষদিকে সানসেতের একটি শট পোস্টে লেগে ফিরলেও তা কেবল সম্মান বাঁচানোর চেষ্টা হিসেবেই থেকে যায়।

শেষ ২০ মিনিটে নামা ইয়ামাল কিছু ঝলক দেখালেও স্কোর আর লম্বা হয়নি। সবমিলিয়ে আক্রমণভাগের শক্তি ও মাঝমাঠের নিয়ন্ত্রণে আতলেতিককে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে স্প্যানিশ কাপের ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি