image
শুক্রবার সিলেটে সতীর্থদের নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোহাম্মদ মিঠুন

মোস্তাফিজকে নিয়ে কেন সোচ্চার হননি ক্রিকেটাররা যা বলছে কোয়াব

ক্রীড়া বার্তা পরিবেশক

আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজুর রহমানের চুক্তির অর্থের কিছু অংশ আদায় করতে আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন। কিন্তু বাঁহাতি এই পেসার নিজেই তেমন কিছু করতে আগ্রহি হননি বলে জানালেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন। সিলেটের একটি হোটেলে শুক্রবার, (০৯ জানুয়ারী ২০২৬) সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতিমোহাম্মদ মিঠুন, চলতি বিপিএলে যিনি ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক। তার পাশে ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, অভিজ্ঞ ক্রিকেটার মোমিনুল হক, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, সাইফ হাসান, ইরফান শুক্কুর, শামীম হোসেনসহ বেশ কজন ক্রিকেটার।

সংবাদ সম্মেলনটির মূল উদ্দেশ্য ছিল অবশ্য তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ।

কড়া প্রতিক্রিয়া জানিয়ে দুপুরেই সংবাদ বিজ্ঞপ্তি দেয় কোয়াব। পরে বিকেলে সিলেটে সংবাদ সম্মেলনও করেন তারা। বিপিএলে যাদের ম্যাচ নেই এ দিন, সেই দলগুলোর বেশ কজন ক্রিকেটার ছিলেন সংবাদ সম্মেলনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা কথাগুলোই আবার তুলে ধরে নিজেদের অবস্থান ব্যাখা করেন মিঠুন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, তামিমের প্রসঙ্গে এত সোচ্চার হলেও মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে কেন প্রতিবাদ জানায়নি কোয়াব বা ক্রিকেটাররা। মিঠুন জানান, কোয়াবের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছিল।

‘আপনারা হয়তো জানেন না, আমরা মোস্তাফিজের সঙ্গে আলোচনা করেছি। আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) সঙ্গে মিটিং করেছি যে, মোস্তাফিজকে নিয়ে কী কী করতে পারি, কোন কোন পদক্ষেপ নিতে পারি।’

‘ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে নিশ্চিত করেছিল, যদি মোস্তাফিজ চায়, ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে গোটা বিশ্বেই তাদের লিগ্যাল অ্যাডভাইজার আছে তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করবে। তাকে তো পুরোটা (অর্থ) অ্যারেঞ্জ করে দিতে পারবে না, তবে যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে।’

তার পরও কেন আইনি ব্যবস্থা নেয়া হলো না, সেটিও খোলাসা করলেন মিঠুন। ‘পরে আমরা মোস্তাফিজের সঙ্গে যখন যোগাযোগ করি, সে এই জিনিসটা নিয়ে (আগ্রহি হয়নি)। এটা দেখুন, সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে বলেছে, ‘ভাই, এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয়, আমি জানাব।’ সেজন্য আমরা এই জিনিসটা নিয়ে আর সামনে মুভ করিনি।’

ক্রিকেটারদের পোস্ট নিয়ে মিঠুন বলেন, ‘আমরা ক্রিকেটারদের সংগঠন (কোয়াব), আমরা দেখব ক্রিকেটারদের স্বার্থ।

ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেয়া হচ্ছে।’

পরে একই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা চাই সুষ্ঠু সমাধান, ক্রিকেটকে আলাদা রাখা আমাদের চাওয়া। বিসিবি আমাদের গার্ডিয়ান, আশা করি তারা সঠিক পদক্ষেপ নিবে।’

‘খেলা’ : আরও খবর

» লিভারপুল-আর্সেনাল ম্যাচ গোল শূন্য

সম্প্রতি