image
রেয়ালের গোল উদযাপন

স্প্যানিশ সুপার কোপার ফাইনালে বার্সার প্রতিপক্ষ রেয়াল

সংবাদ স্পোর্টস ডেস্ক

জেদ্দায় স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জিতেছে রেয়াল। এ সাফল্যের পেছনে দুটি বড় কারণ, গোলপোস্টের নিচে অটল প্রাচীর থিবো কোর্তুয়া এবং কয়েকজনের ব্যক্তিগত প্রতিভা, যারা মুহূর্তেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পেরেছেন। দুর্দান্ত এক গোল করা ভালভার্দে এবং আতলেতিকোর বিপক্ষে বরাবরের মতোই বিধ্বংসী রদ্রিগো তার উজ্জ্বল উদাহরণ।

ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় রেয়াল। দ্বিতীয় মিনিটে দূর থেকে নেয়া ভালভার্দের ট্র্রিভেলা শট ওব্লাকের ডান পাশ দিয়ে জালে ঢুকে পড়ে। অপ্রত্যাশিত সেই গোল ম্যাচের গতিপথ বদলে দেয়। লিড পাওয়ার পর রেয়াল স্বাভাবিকভাবেই নেমে যায় রক্ষণে, ভরসা রাখে আক্রমণভাগের গতির ওপর। বলের দখল নেয় আতলেতিকো, ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ায়। পাল্টা আক্রমণে রেয়ালও সুযোগ সৃষ্টি করে। কিন্তু গোলরক্ষক ওব্লাক, রক্ষা করেন।

বিরতির পর আবার আঘাত হানে রেয়াল। ডান পাশে ঢিলেঢালা একটি বল কাজে লাগান ভালভার্দে, মাঝখান দিয়ে দৌড়ানো রদ্রিগোকে নিখুঁত পাস। লে নরমাঁকে কাটিয়ে নিচু শটে ওব্লাককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান। ০-২ ব্যবধানে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আতলেতিকো আবার চাপ বাড়ায়। ডান দিক থেকে হূলিয়ানোর নিখুঁত ক্রসে সোরলোথ হেডে গোল করেন।

এরপর বায়েনা ও কোকে উঠে গেলে অ্যাতলেতিকোর আক্রমণ কিছুটা নিস্তেজ হয়ে পড়ে। অন্যদিকে আলোনসো বাধ্য হয়ে রক্ষণে রদবদল করেন, মেন্দি ও ফ্রান গার্সিয়াকে এনে মাঝমাঠ জমাট করেন। পুরোটা যেন টিকে থাকার লড়াই। রদ্রিগোর আরেকটি সুযোগও ঠেকান ওব্লাক। ভিনিসিয়ুসকে তুলে নেয়ার সিদ্ধান্তে উত্তেজনা ছড়ায়, সিমিওনের সঙ্গে কথা কাটাকাটির পর দুজনই হলুদ কার্ড দেখেন।

শেষ দিকে আলমাদা এসে আতলেতিকোর আক্রমণে নতুন প্রাণ সঞ্চার করেন। গ্রিজমানের বাইসাইকেল কিকে কুর্তোয়ার অবিশ্বাস্য সেভ, আর যোগ করা সময়ে চুয়ামেনির শেষ মুহূর্তের হস্তক্ষেপে বেঁচে যায় রেয়াল। ৯৫ মিনিটে আলমাদার পাস পেয়ে হূলিয়ানের শট বাইরে চলে গেলে ভেঙে পড়ে আতলেতিকোর স্বপ্ন।

জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রে রেয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে তীব্র বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফাইনালে রেয়ালের সামনে আবারও বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে কাতালানদের হারিয়েছিল লস ব্লাঙ্কোস। তবে সেই হারের পর থেকে লীগে টানা নয় ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে হান্সি ফ্লিকের দল। ফলে আগামীকাল তাদের থামানো সহজ হবে না। গত মৌসুমের সুপারকোপা ফাইনালে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারের স্মৃতি এখনও তাজা।

‘খেলা’ : আরও খবর

» লিভারপুল-আর্সেনাল ম্যাচ গোল শূন্য

সম্প্রতি