লিভারপুল-আর্সেনাল ম্যাচ গোল শূন্য

সংবাদ স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লীগে গতকাল বৃহস্পতিবার রাতে লিভারপুল ও আর্সেনালের মধ্যকার ০-০ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ মুহূর্তে এই বিতর্কিত ঘটনা ঘটে। এমিরেটস স্টেডিয়ামে ইনজুরি টাইমে বলের পেছনে ছুটতে গিয়ে টাচলাইনের কাছে অস্বস্তিকরভাবে পড়ে যান ফুলব্যাক ব্র্যাডলি। ঠিক সেসময় মার্তিনেল্লি তার ওপর বল ফেলে দেন এবং খেলা চালু রাখার উদ্দেশে তাকে মাঠের বাইরে সরিয়ে দিতে পেছন থেকে ধাক্কা দেন।

মার্তিনেল্লির এ আচরণে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রেফারি হলুদ কার্ড দেখান মার্তিনেল্লি ও লিভারপুল ডিফেন্ডার কোনাতেকে। চিকিৎসা শেষে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্র্যাডলি। পরে তাকে হাঁটুর ব্রেস পরা অবস্থায় ক্রাচে ভর দিয়ে এমিরেটস স্টেডিয়াম ছাড়তে দেখা যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চান মার্তিনেল্লি। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি জানান, ঘটনার পর দুজনের মধ্যে যোগাযোগ হয়েছে এবং তিনি আগেই দুঃখ প্রকাশ করেছেন। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট অবশ্য মার্তিনেল্লির পক্ষে কথা বলেন। তার মতে, ফুটবলে সময় নষ্ট করার প্রবণতাই এমন পরিস্থিতির জন্ম দেয়।

স্লট বলেন, ‘আমি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে সে ভালো একজন মানুষ বলেই মনে হয়। সমস্যাটা আসলে ফুটবলের, শেষ দিকে অনেক সময় খেলোয়াড়রা সময় নষ্ট করে বা চোটের ভান করে। তখন গোলের চেষ্টা করতে থাকা একজন খেলোয়াড় বিরক্ত হতেই পারে। ৯৪ মিনিটে মার্তিনেল্লির কাছ থেকে পুরোপুরি ঠান্ডা মাথায় ভাবার আশা করা যায় না।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি