আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। গত আসরের মতো এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল রাখা হয়েছে দুই টেক্টর ও অ্যাডায়ার ভাইদ্বয়কে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে খেলেছিলেন হ্যারি টেক্টর ও মার্ক অ্যাডায়ার। আসন্ন আসরে ভাইদের সঙ্গে খেলবেন টিম টেক্টর ও রস অ্যাডায়ার।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা ১২ জনকে এবারও দলে রেখেছে আয়ারল্যান্ড। টিম টেক্টর, রস অ্যাডায়ারের মতো প্রথমবার বিশ্বকাপে খেলবেন বেন ক্যালিটজ। এই তিনজনই আয়ারল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রস ১৩টি, টিম ৫টি ও কালিৎজ ২টি ম্যাচ খেলেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গী- অস্ট্রেলিয়া, ওমান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আইরিশরা।
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, ম্যাথু হামফ্রিজ, জশ লিটল, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকাকার্থি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, হ্যারি টেক্টর, টিম টেক্টর, বেন হোয়াইট ও ক্রেগ ইয়ং।