image
হ্যাটট্রিক ম্যান মৃত্যুঞ্জয় চৌধুরী

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের রেকর্ড

ক্রীড়া বার্তা পরিবেশক

বিপিএল ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি।

গতকাল শুক্রবার রাতে সিলেট স্টেডিয়ামে চলমান আসরের ২০তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হ্যাটট্রিক করেন রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয়।

বিপিএলের হ্যাটট্রিক

মোহাম্মদ সামি (পাকিস্তান) রাজশাহী-ঢাকা ২০১২

আল আমিন (বাংলাদেশ) বরিশাল-সিলেট ২০১৫

আলিস ইসলাম (বাংলাদেশ) ঢাকা-রংপুর ২০১৯

ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) কুমিল্লা-খুলনা ২০১৯

আন্দ্রে রাসেল (ও.ইন্ডিজ) ঢাকা-চিটাগং ২০১৯

মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) চট্টগ্রাম-সিলেট ২০২২

শরিফুল ইসলাম (বাংলাদেশ) ঢাকা-কুমিল্লা ২০২৪

মঈন আলী (ইংল্যান্ড) কুমিল্লা-চট্টগ্রাম ২০২৪

মেহেদী হাসান (বাংলাদেশ) নোয়াখালী-সিলেট ২০২৫

মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) রংপুর-নোয়াখালী ২০২৬

ফলে বিপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিকের নজির গড়েন তিনি। এর আগে ২০২২ সালে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মৃত্যুঞ্জয়।

তার হ্যাটট্রিকের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয় নোয়াখালী। ইনিংসের শেষ ওভারে তৃতীয়বারের মতো আক্রমণে আসেন মৃত্যুঞ্জয়। ওভারের তৃতীয় বলে মাহিদুল ইসলাম অঙ্কনকে, চতুর্থ বলে জহির খানকে এবং পঞ্চম বলে বিলাল সামিকে শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

ম্যাচে ২.৫ ওভার বল করে ৪৩ রানে ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয়। নিজের করা প্রথম দুই ওভারে ২৫ রান দিয়েছিলেন তিনি। এরমধ্যে প্রথম ওভারে ১৪ ও দ্বিতীয় ওভারে ২১ রান দেন এই পেসার। এ ম্যাচে নোয়াখালীর কাছে ৯ রানে হারে রংপুর।

চলতি আসরে হ্যাটট্রিক করা দ্বিতীয় বোলার মৃত্যুঞ্জয়। গেল মাসে সিলেট টাইটান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা।

বিপিএলের ইতিহাসে দশম এবং ষষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মৃত্যুঞ্জয়। এরমধ্যে পাকিস্তানের দু’জন, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে বোলার বিপিএলে হ্যাটট্রিক করেন।

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন পেসার আল-আমিন হোসেন। এরপর অফ-স্পিনার আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয়, পেসার শরিফুল ইসলাম এবং রানা হ্যাটট্রিকের তালিকায় নাম তুলেন। বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে নামা সামি।

‘খেলা’ : আরও খবর

» জাতীয় যুব হ্যান্ডবল শুরু কাল

সম্প্রতি