অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগে (বিবিএল) বল হাতে দুর্দান্ত সময় পার করছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। মাঠের নৈপুণ্যে নিয়মিত নজর কেড়ে চলা এই তরুণ এবার প্রশংসা পেলেন হোবার্ট হারিকেন্সের অধিনায়ক ন্যাথান এলিসের। গতকাল শুক্রবার বেলেরিভ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদের কার্যকর পারফরম্যান্সের পর তাকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ বা বিশ্বমানের খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার পেসার এলিস।
অ্যাডিলেডের বিপক্ষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা হোবার্টের ৩৭ রানের জয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। বল হাতে ৪ ওভারের কোটা পূর্ণ করে ২৬ রানে শিকার করেন ৩ উইকেট। বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১১ উইকেট ঝুলিতে পুরেছেন ২৩ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিশাদের নির্ভীক বোলিং ও চাপের মুখে শান্ত থাকার প্রশংসা করে এলিস বলেছেন, ‘রবিবার (গতকাল শুক্রবার) মাঠের একদিকের বাউন্ডারি বেশ ছোট ছিল, কিন্তু রিশাদ মুখে হাসি নিয়ে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং দারুণ বল করেছে। একজন অধিনায়ক হিসেবে এটি দেখা খুবই স্বস্তিদায়ক।’
রিশাদকে পুরো টুর্নামেন্টের জন্য দলে পাওয়াকেও নিজেদের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি, ‘আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতেই হবে। তারা (রিশাদ ও ইংল্যান্ডের রেহান আহমেদ) দুজনই এ বছর আমাদের জন্য অসাধারণ খেলছে। তারা দুজনই বিশ্বমানের। টুর্নামেন্টের শেষদিকে আমরা রেহানকে না পেলেও রিশাদকে পুরো সময়ের জন্য পাচ্ছি, যা আমাদের জন্য দারুণ খবর।’
টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার আক্ষেপ অ্যাডিলেডের বিপক্ষে দাপুটে প্রত্যাবর্তনে মেটান রিশাদ। বিগ ব্যাশে নিজের সেরা বোলিং ফিগার অর্জন করেন তিনি। এর আগে গত ২৬ ডিসেম্বর পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন। অ্যাডিলেডের রান তাড়ায় পাওয়ার প্লের শেষ ওভারে যখন রিশাদ আক্রমণে যান, তখন শুরুটা খুব একটা সুখকর ছিল না। দ্বিতীয় বলেই ছক্কা হজম করতে হয় তাকে। তবে দমে না গিয়ে শেষ বলে হ্যারি ম্যানেন্টিকে সাজঘরে ফিরিয়ে মোক্ষম জবাব দেন তিনি।
এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের নবম ওভারে ফিরে প্রথম বলেই জেমি ওভারটনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন।
দুটি শিকার ধরলেও প্রথম দুই ওভারে ২১ রান দিয়ে ফেলা রিশাদ পরের দুই ওভারে ঘুরে দাঁড়িয়ে ছিলেন একবারে কিপটে। নিজের শেষ ১২ বলে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন আরও একটি উইকেট। পঞ্চদশ ওভারে তাকে ছক্কা মারার চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়েন লুক উড।