image
দুই অধিনায়ক গিল ও স্যান্টনার

ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু রবিবার

সংবাদ স্পোর্টস ডেস্ক

নিজেদের মাঠে নিউজিল্যান্ড দলের কাছে কখনো ওয়ানডে সিরিজ হারেনি ভারত। কিউইদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে শতভাগ সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে রবিবার থেকে তিন ম্যাচের সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারতের মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া নিউজিল্যান্ড। বডোদারায় আজ প্রথম ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। এই ম্যাচ দিয়ে পুরুষ ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে বডোদারা স্টেডিয়ামের। এর আগে ২০২৪ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তিন ওয়ানডে ম্যাচ আয়োজন করেছিল এই ভেন্যু।

ভারত অধিনায়ক শুবমান গিল বলেন, ‘সব সিরিজই আলাদা ও গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সবসময় উপভোগ করি। কোনো ফরম্যাটই সহজ নয়। নিউজিল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। ভালো ফল করতে হলে ভালো খেলতে হবে। একাগ্রতা বজায় রাখতে হবে।’ তিনি বলেন, ‘ওয়ানডেতে বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত ভাই। ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কোহলি ভাই। দু’জনের প্রচুর অভিজ্ঞতা আছে। তারা দলে থাকলে চাপ তো হয়ই না, উল্টো আমার সুবিধাই হয়। কাজ সহজ হয়ে যায়।’

গতবছর ভারতের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল নিউজিল্যান্ড। এবার ওয়ানডে সিরিজ জিতে আবারও নতুন ইতিহাসের জন্ম দিতে চায় কিউইরা। দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। প্রথমবারের মত ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাসের জন্ম দিতে চাই। যেমনটা ২০২৪ সালে টেস্ট সিরিজ জিতেছিলাম আমরা।’

ওয়ানডেতে ১২০ বার দেখা হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের। এরমধ্যে ভারতের জয় ৬২ ম্যাচে এবং নিউজিল্যান্ড জিতেছে ৫০ ম্যাচে। ১টি ম্যাচ টাই ও ৭ ম্যাচ পরিত্যক্ত হয়।

‘খেলা’ : আরও খবর

» জাতীয় যুব হ্যান্ডবল শুরু কাল

সম্প্রতি