দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম রয়্যালসের ইংলিশ ওপেনার অ্যাডাম রসিংটন আঙুলের চোটের কারণে চলমান বিপিএলের বাকি অংশ থেকে পুরোপুরি ছিটকে গেলেন।
শনিবার, (১০ জানুয়ারী ২০২৬) এক ভিডিও বার্তায় ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার আগে রান সংগ্রাহকদের তালিকায় সবার উপরে রসিংটনের অবস্থান। ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ৬ ম্যাচে টানা তিনটি ফিফটিসহ করেছেন ২৫৮ রান। তার গড় ৬৪.৫০ ও স্ট্রাইক রেট ১৩৯.৪৫। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে গতকাল শুক্রবার ব্যাটিংয়ের সময় চোট পান রসিংটন। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর ডেলিভারি একটু লাফিয়ে উঠে আঘাত করে তার আঙুলে। মাঠে শুশ্রুষার পর আবার ব্যাটিং চালিয়ে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ওই চোট শেষমেশ বড় ধাক্কা হয়ে এসেছে তার ও চট্টগ্রামের জন্য।
রসিংটনের ছিটকে যাওয়ার কারণ ব্যাখ্যায় নাফিস বলেছেন, পুরনো চোটের জায়গাতেই আবার আঘাত পেয়েছেন তিনি, ‘আমাদের উইকেটরক্ষক ও ওপেনার রসিংটন গত ম্যাচে বিনুরার বল মোকাবিলা করার সময় আঘাত পান, বাম হাতের কনিষ্ঠ আঙুলে। ওই একই জায়গায় তার পুরনো চোটের ইতিহাস রয়েছে, আগেও একবার চিড় ধরেছিল। আঘাত পাওয়ার পর তিনি বেশ যন্ত্রণার মধ্যে ছিলেন। আমরা এক্স-রে করিয়েছি এবং সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত, তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তাই তাকে আমাদের ফেরত পাঠাতে হচ্ছে।’ তিনি যোগ করেছেন, ‘বর্তমানে আমরা তার বিকল্প খেলোয়াড়ের খোঁজ করছি। রসিংটনের জন্য আমাদের শুভকামনা রইলো।’ নেপাল প্রিমিয়ার লীগের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে প্রথমবার বিপিএলে আসা রসিংটন চট্টগ্রামের হয়ে প্রভাব রাখতে একদমই সময় নেননি। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচেই ঢাকা ক্যাপিটালসের অপরাজিত ৬০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন। এরপর তিনি আরও দুটি হাফসেঞ্চুরি তুলে নেন। সিলেট টাইটান্সের বিপক্ষে ৪৯ রানে আউট হয়ে না গেলে টানা চতুর্থ ফিফটির স্বাদ পেতে পারতেন। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে চট্টগ্রামের অবস্থান বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে। এর পেছনে রসিংটনের দুর্দান্ত ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাঈম শেখের সঙ্গে তার ওপেনিং জুটি দলটির ব্যাটিং সাফল্যের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।