image

আইসিসি থেকে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে: বুলবুল

বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

সংবাদ স্পোর্টস ডেস্ক

নিরাপত্তাজনিত কারণে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। নিজেদের অনড় অবস্থানের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইতোমধ্যে জানিয়ে দিয়েছে বিসিবি। ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। তবে এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তনের বিষয়ে চিঠির কোনো জবাব পায়নি বিসিবি। এদিকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সমূহের ভেন্যু ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রশ্নে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। তবে প্রয়োজনীয় সব তথ্য ও সংশ্লিষ্ট ‘হুমকির’ লিঙ্ক আইসিসিকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। প্রথম মেইলের পর দ্বিতীয় দফায় পাঠানো ই-মেইলের জবাব কবে পাওয়া যেতে পারে সে বিষয়ে ধারণা দিয়ে রোববার, (১১ জানুয়ারী ২০২৬) বিসিবি সভাপতি বলেছেন, সহজ হিসেবে দেখলে আজ তো (রোববার) দুবাই বন্ধ। তাই সম্ভবত সোম (আজ) বা মঙ্গলবারের (আগামীকাল) দিকে জবাব আসতে পারে। আইসিসি একটি অত্যন্ত পেশাদার প্রতিষ্ঠান। তারা সাধারণত আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে কোনো মন্তব্য করে না।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ভারতের অন্য ভেন্যুগুলোও ভারতেরই অংশ। এ ধরনের কোনো প্রস্তাব এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে আসেনি।

ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির অবস্থান যে শক্ত, সেটি আবারও স্পষ্ট করে বুলবুল বলেন, ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি আইসিসি থেকে দ্রুতই চূড়ান্ত কোনো জবাব পাওয়া যাবে।

এদিকে আসন্ন টি-২০ বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে ভারতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টি-২০ বিশ্বকাপে টাইগারদের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে তারা প্রস্তুত। নিরাপত্তাজনিত কারণে বিসিবি ভারতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করার পর পাকিস্তানের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পিসিবির সূত্র সমূহ জানিয়েছে, শ্রীলঙ্কায় ভেন্যু ‘ম্যানেজ’ না হলে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবেই আইসিসিকে জানিয়েছে পাকিস্তান।

সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

পিসিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এর আগে পাকিস্তান সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারসহ একাধিক বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোও সুষ্ঠুভাবে আয়োজন করতে তারা সক্ষম।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি ক্রিকেটারদের নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলোতে বাংলাদেশ অংশ না নেয়ার বিষয়ে কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি