image

প্রথম বিভাগ ভলিবল

ক্রীড়া বার্তা পরিবেশক

জারিফ ডেইরি ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লীগে জিতেছে ভাই ভাই সংঘ, আজাদ স্পোর্টিং এবং শাহবাগ স্পোর্টিং ক্লাব। গতকাল শনিবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ভাই ভাই সংঘ ৩-১ সেটে স্বাবলম্বী সোসাইটিকে, আজাদ স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে উত্তরা স্পোর্টিং ক্লাবকে এবং শাহবাগ স্পোর্টিং ক্লাব সমান সেটে ইস্ট অ্যান্ড ক্লাবকে হারিয়েছে। আজ লীগের শেষ খেলা অনুষ্ঠিত হবে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি