বিসিএফ ওপেন ফিদে রেটিং দাবার অষ্টম রাউন্ড শেষে আনসারের আইএম ফাহাদ রহমান সাত পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে ৬ জন।
এরা হলেন- নৌবাহিনীর আইএম মনন রেজা নীড়, মো. মিনহাজ উদ্দিন এবং ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, পুলিশ দাবা ক্লাবের আইএম আবু সুফিয়ান শাকিল, ঢাবির ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও মানহা’স ক্যাসেলে ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক। ছয় পয়েন্ট করে নিয়ে ছয় জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
এরা হলেন- তিতাস ক্লাবের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, মানহা’স ক্যাসেলের সোহেল চৌধুরী ও মো. নাসির উদ্দিন, স্পোর্টস বাংলার আফজাল হোসেন সাচ্চু ও আহনাফ রশিদ চৌধুরী।