image
সালাহর জয় উদযাপন

আফ্রিকান নেশনস কাপের সেমিতে মিশর-সেনেগাল, মরক্কো-নাইজেরিয়া

সংবাদ স্পোর্টস ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের রাজত্ব থামিয়ে আফ্রিকান নেশনস কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মিশর। কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টকে ৩-২ গোলে পরাজিত করে হোসাম হাসানের দল। ম্যাচে লিভারপুল তারকা সালাহ দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এই গোলের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে ১১টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার অনন্য এক রেকর্ড গড়েন মিশরীয় অধিনায়ক।

এই জয়ের দিনে একটি ব্যক্তিগত মাইলফলকও ছুঁয়েছেন মোহাম্মদ সালাহ। ১১ গোল নিয়ে তিনি এখন এএফসিওএন-এ মিশরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের কোচ হোসাম হাসানের রেকর্ডে ভাগ বসালেন। আর মাত্র একটি গোল করলে তিনি হাসান এল-শাজলির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টে মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসবেন।

সিএএফ মিডিয়াকে সালাহ বলেন, ‘এটি একটি নিখুঁত জয় ছিল। তবে আমরা মূলত আমাদের দেশের জন্য লড়ছি।’ পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, ‘আশা করি আমরা পরের ম্যাচেও জয় পাবো। প্রতিপক্ষ খুবই শক্তিশালী, তবে আমরা আমাদের সেরাটা দেবো। খেলোয়াড়রা জানপ্রাণ দিয়ে লড়ছে, আপনারা দেখছেন কেউ কোনো ছাড় দিচ্ছে না। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।’

তবে শিরোপা জয়ের দৌড়ে মিশরকে এখনই নিরঙ্কুশ ফেবারিট মানতে নারাজ ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সালাহর মতে, নাইজেরিয়া, মরক্কো বা সেনেগালের মতো দলগুলোর অধিকাংশ খেলোয়াড় ইউরোপের শীর্ষ লীগে খেলেন, যা তাদের বাড়তি সুবিধা দেয়।

সালাহ বলেন, ‘আমাদের দলের বেশিরভাগ খেলোয়াড় ঘরোয়া লীগে খেলেন। এটি তাদের খাটো করার জন্য বলছি না, তবে আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছি।’

সেমিফাইনাল নিয়ে তিনি আরও যোগ করেন, ‘সেনেগালের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। তাদের এমন একটি দল রয়েছে যারা ইউরোপে উচ্চপর্যায়ে খেলে। তবে আমি আশাবাদী আমরা জয়ী হতে পারবো।’

এদিকে শেষ আটের দ্বিতীয় ম্যাচে পরস্পরের বিপক্ষে খেলতে নামে মরক্কো ও ক্যামেরুন। এই ম্যাচে ক্যামেরন বল দখলে এগিয়ে থাকলেও গোলের খেলা ফুটবলে আশরাফ হাকিমিদের সঙ্গে পেরে উঠেনি। ব্রাহিম দিয়াজ ও ইসমায়েল সাইবারির করা গোলে ২-০ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

কোয়ার্টার ফাইনাল পর্বের আরেক ম্যাচে আলজেরিয়াকে পাত্তাই দেয়নি নাইজেরিয়া। বল দখল কিংবা আক্রমণে একক আধিপত্য বিস্তার করে তারা। আর ম্যাচটিতে কাঙ্ক্ষিত জয়ও পেয়ে যায় তারা। আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারায় নাইজেরিয়া।

আগামী বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে সেনেগালের মুখোমুখি হবে মিশর। ২০২১ আসরে এই দুই দল খেলেছিল শিরোপা নির্ধারণী ম্যচে। সেমির অন্য দুই দল মরক্কো ও নাইজেরিয়া।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি