শীর্ষ স্তরের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগে বাবা-ছেলে হিসেবে একই ম্যাচে খেলতে নেমে ইতিহাসের পাতায় নাম লেখালেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইশাখিল।
গতকাল রোববার রাতে ঢাকার বিপক্ষে নোয়াখালীর হয়ে খেলতে নামেন নবী ও ইশাখিল। দেশের বাইরে এই প্রথম কোন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলতে নামেন ইশাখিল। ৪১ বছর বয়সী বাবা নবীর হাতে ক্যাপ পড়ে অভিষেক হয় পুত্র ইশাখিলের। এমনকি নোয়াখালীর ব্যাটিং ইনিংসেও চতুর্থ উইকেটে তারা ৩০ বলে ৫৩ রানের জুটি গড়েন । নবী ১৭ রানে আউট হলেও ৬০ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ১৯ বছর বয়সী ইশাখিল। তার ব্যাটিং নৈপুন্যে ঢাকার বিপক্ষে ৪১ রানে জয় পায় নোয়াখালী।
নবী-ইসাখিলের আগে স্বীকৃত ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলার নজির আছে ওয়েস্ট ইন্ডিজের শিবনারাইন চন্দরপল ও তেজনারাইন চান্দারপলের। ২০১৪ সালে ক্যারিবিয়ান বাবা-ছেলে হিসেবে গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন দু’জন। বাবার অধিনায়কত্বেও কিছু ম্যাচ খেলেন তেজনারাইন।
আন্তর্জাতিক ক্রিকেটে বাবা-ছেলের একসঙ্গে খেলারও ইতিহাস আছে। গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বিপক্ষে তিমুর লেস্তের হয়ে খেলেছেন বাবা সুহাইল সাত্তার ও ছেলে ইয়াহিয়া সাত্তার। ঐ ম্যাচে বাবার বয়স ছিল ৫০ বছর এবং ছেলের বছর ছিল ১৭ বছর।