image

ভারতে যাবে না বাংলাদেশ দল — বিসিবি অনড়, আইসিসির অনুরোধেও অবস্থান অপরিবর্তিত

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি মঙ্গলবার দুপুরে একটি ভিডিও কনফারেন্স করেছে, যেখানে বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিসিবি আবারও ঘোষণা করেছে যে তারা ভারতের মাটিতে দলের অংশগ্রহণ করবে না। এই সিদ্ধান্তে তারা অনড় রয়েছে এবং নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বিষয়টি নিয়ে বিসিবির কাছে আইসিসি পুনরায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায়, কারণ বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তবে বিসিবি তা মেনে নেওয়ার পক্ষে নয়।

বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে তারা নিরাপত্তাজনিত উদ্বেগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এর ভিত্তিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তারা আইসিসির সঙ্গে সমাধান খোঁজার জন্য আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

উল্লেখ্য, এই ইস্যু সামনে আসে পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বোর্ড আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতে না রেখে অন্যত্র আয়োজনের অনুরোধ জানিয়েছিল। আইসিসি ইতিমধ্যেই সূচি ঘোষণা করায় সেটা পরিবর্তন করা সম্ভব নাও হতে পারে বলে জানানো হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, যেখানে মূল আয়োজকরা ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের কাঠামো ও বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে এখনো আনুষ্ঠানিক চূড়ান্ত সমাধান আসেনি।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি