image

যুব হ্যান্ডবলের সেমিফাইনাল আজ বৃহস্পতিবার

ক্রীড়া বার্তা পরিবেশক

টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে পঞ্চগড়, ঢাকা, যশোর ও কুষ্টিয়া।

পল্টনস্থ শহীদ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ দুপুরে প্রথম সেমিফাইনালে পঞ্চগড়ের মুখোমুখি হবে যশোর। বিকেলে আরেক সেমিতে ঢাকার প্রতিপক্ষ কুষ্টিয়া।

মঙ্গলবার, (১৩ জানুয়ারী ২০২৬) প্রতিযোগিতার তৃতীয় দিনে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। জয় পেয়েছে কুষ্টিয়া, জামালপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকা। এদিন ঢাকা দুটি ম্যাচে জয় পেয়েছে। তারা ৩১-৩ গোলে হারিয়েছে ফরিদপুরকে। প্রথমার্ধে ঢাকা ১৭-২ গোলে এগিয়ে ছিল। এরপর ৩৪-২৩ গোলে জয় পেয়েছে যশোরের বিপক্ষে। এই ম্যাচে প্রথমার্ধে ঢাকা এগিয়ে ছিল ১৮-১৩ গোলে।

পঞ্চগড় ৩৪-১৭ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১০ গোলে এগিয়ে ছিল। এদিন কুষ্টিয়াও দুটি ম্যাচে জয় পেয়েছে। তারা প্রথম ম্যাচে ২৮-১৫ গোলে মাদারীপুরকে হারিয়েছে। প্রথমার্ধে ১৫-৫ গোলে এগিয়ে ছিল। পরে ২৮-১৬ গোলে হারিয়েছে চাপাইঁনবাবগঞ্জকে। প্রথমার্ধে ১২-৪ গোলে কুষ্টিয়া এগিয়ে ছিল।

তবে দিনের অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৮-২৭ গোলে চাঁপাইনবাবগঞ্জ হারিয়েছে ময়মনসিংহকে। প্রথমার্ধে ১৭-১৩ গোলে এগিয়ে ছিল চাঁপাইনবাবগঞ্জ। দিনের অন্য খেলায় জামালপুর ২৪-১৩ গোলে হারিয়েছে নড়াইলকে। প্রথমার্ধে ১৩-৪ গোলে জামালপুর এগিয়ে ছিল।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি