image
সাঈদ আজমল

‘অস্তিত্ব সংকটে পড়বে আইসিসি’

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের ভেন্যু বদল নিয়ে বাংলাদেশে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে আইসিসির। এবার আইসিসিকে কটাক্ষ করেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল। তার দাবি, আইসিসিকে প্রভাবিত করে বিসিসিআই। এ রকম চলতে থাকলে অপ্রাসঙ্গিকতা হারিয়ে যাবে। একটি অনুষ্ঠানে আইসিসির ভূমিকা নিয়ে আলোচনা করেন সাবেক এই পাক-তারকা। বিশ্ব ক্রিকেটের স্বার্থে স্বাধীন এবং নিরপেক্ষ সিদ্ধান্ত নেয়ার দাবি তোলেন। তিনি জানান, এভাবেই চলতে থাকলে সংস্থার কোনো গুরুত্ব থাকবে না। আজমল বলেন, ‘ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা না করে যদি আইসিসি কোনো সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে অস্তিত্ব সংকটে পড়ে যাবে।’

আজমল দাবি করেন, একাধিক টেস্ট প্লেইং দেশ এমনই মনে করে, কিন্তু এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারে না। ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না আসার প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, এটাই স্পষ্ট বলে দিচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর কন্ট্রোল নেই আইসিসির। আজমল বলেন, ‘ভারতের পাকিস্তানে খেলতে না আসার কোনো কারণ নেই। কিন্তু আইসিসি নিরুপায়। কারণ সেখানে এখন ভারতীয়দের আধিপত্য।’

নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে কোনো ম্যাচ খেলতে যায় না ভারত। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজের অনুমতি দেয় না দেশটির সরকার। তাই শুধুমাত্র আইসিসির ইভেন্টে সাক্ষাৎ হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়।

পেহেলগামে জঙ্গি হানার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। বিসিসিআইয়ের সাবেক সচিব আইসিসির পদে আসার পর থেকেই আইসসিকে নিয়ে প্রশ্ন ওঠে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি