বিপিএলের চলমান আসরে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের পেসার রিপন মন্ডল। গতকাল সোমবার রাতে সিলেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হ্যাটট্রিক করেন রিপন।
বিপিএলের ১১ হ্যাটট্রিক
মোহাম্মদ সামি (পাকিস্তান) রাজশাহী-ঢাকা, ২০১২
আল আমিন হোসেন (বাংলাদেশ) বরিশাল-সিলেট, ২০১৫
আলিস ইসলাম (বাংলাদেশ) ঢাকা-রংপুর, ২০১৯
ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) কুমিল্লা-খুলনা, ২০১৯
আন্দ্রে রাসেল (ও.ইন্ডিজ) ঢাকা-চিটাগং, ২০১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) চট্টগ্রাম-সিলেট, ২০২২
শরিফুল ইসলাম (বাংলাদেশ) ঢাকা-কুমিল্লা, ২০২৪
মঈন আলী (ইংল্যান্ড) কুমিল্লা-চট্টগ্রাম, ২০২৪
মেহেদী হাসান রানা (বাংলাদেশ) নোয়াখালী-সিলেট, ২০২৫
মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) রংপুর-নোয়াখালী, ২০২৬
রিপন মন্ডল (বাংলাদেশ) রাজশাহী-ঢাকা, ২০২৬
ঢাকার ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে শিকার করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন রিপন। ইনিংসে ৪ ওভার বল করে ৩০ রানে ৩ উইকেট নেন তিনি। এ ম্যাচে ৭ উইকেটে জয়ী হয় রাজশাহী। এ ম্যাচে রাজশাহীর আরেক বোলার আবদুল গাফ্ফার সাকলাইন নেন ২৪ রানে ৪ উইকেট।
এর আগে চলতি আসরে হ্যাটট্রিক করেন দুই বাঁহাতি পেসার নোয়াখালী এক্সপ্রেসের মেহেদি হাসান রানা ও রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেট দলের বিপক্ষে রানা এবং নোয়াখালীর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মৃত্যুঞ্জয়।
বিপিএলের ইতিহাসে একাদশতম এবং বাংলাদেশের মধ্যে সপ্তম হ্যাটট্রিক করলেন রিপন। এর মধ্যে পাকিস্তানের দু’জন, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে বোলার বিপিএলে হ্যাটট্রিক করেন।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন পেসার আল-আমিন হোসেন। এরপর অফ-স্পিনার আলিস আল ইসলাম, পেসার শরিফুল ইসলাম, রানা এবং মৃত্যুঞ্জয় দু’বার হ্যাটট্রিকের তালিকায় নাম তুলেন। বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্টিক করেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে নামা সামি।