image
রোনালদোর গোল উদযাপন

রোনালদোর গোলের পরও ম্যাচ হারলো আল নাসর

সংবাদ স্পোর্টস ডেস্ক

ক্রিস্তিয়ানো রোনালদোকে তুলে নেয়া হলো। সেটা মানতে পারলেন না পর্তুগিজ নায়ক। দৃশ্যতই হতাশ দেখালো তাকে। তার হতাশা আরও বাড়লো ম্যাচটা আল নাসর হেরে যাওয়ায়। ২০২৬ সালের শুরুটা ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানোর।

সৌদি প্রো লীগে সব ম্যাচেই হার মেনেছে রোনালদোর ক্লাব আল নাসর। গতকাল সোমবার আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে যায় আল নাসর।

ম্যাচের ৪২ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন স্বয়ং রোনালদো। এগিয়ে গিয়েও হার হজম করতে হয় আল নাসরকে। বিরতির পরে ম্যাচের ছবিটাই বদলে যায় । আল নাসরের ফুটবলারকে ফাউল করলে পেনাল্টি পায় আল হিলাল। আল দাসারি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আল হিলালের ।

এদিকে আল হিলালের রুবেন নেভেসের সঙ্গে আল নাসর গোলকিপার নওয়াফ আল আকিদি ঝামেলায় জড়িয়ে পড়েন। ভিএআর দেখে লাল কার্ড দেখানো হয় আকিদিকে। আল নাসর নেমে যায় ১০ জনে। এরপর ৮১ মিনিটে মুহাম্মদ কান্নো এগিয়ে দেন আল হিলালকে। অ্যাডেড টাইমে পেনাল্টি থেকে গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন রুবেন নেভেস।

প্রায় পঁচিশ বছর ধরে গোল করে চলেছেন রোনালদো। অবিশ্বাস্য এক রেকর্ডের পিছনে তিনি ধাওয়া করছেন। এক হাজার গোলের মাইলস্টোন ছোঁয়ার দিকে তিনি অগ্রসর হচ্ছেন। চলতি বছরে এখনও পর্যন্ত তিনি একটি গোল করেছেন। আর সেই গোলটি এসেছে সৌদি প্রো লীগে আল হিলালের বিপক্ষে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে রোনালদো ৪১টি গোল করেছিলেন। ২০২৪ সালে ৪৩ গোল তার ঝুলিতে। প্রকৃত অর্থেই তিনি গোলমেশিন। কী সেই ম্যাজিক যার জন্য এই ২৫ বছর ধরে তিনি গোল করেই চলেছেন।

তবে আল হিলালের বিপক্ষে গোল করলেও রোনালদোর হতাশ মুহূর্ত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

প্যারিসের বিপক্ষে হার পিএসজির জন্য ‘বড় ধাক্কা’

আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখলেও গোলই করতে পারেনি পিএসজি। উল্টো শক্তিতে পিছিয়ে থাকা প্যারিস এফসি গোল করে তাদের বিদায় করেছে ফরাসি কাপ থেকে। দলটির মিডফিল্ডার সেনি মায়ুলুর কাছে এই হার তাদের জন্য অনেক বড় ধাক্কা।

ফরাসি কাপের শেষ ৩২-এর লড়াইয়ে গতকাল সোমবার নগর প্রতিদ্বন্দ্বী প্যারিসের কাছে ১-০ গোলে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি। চার দিন আগেই ফরাসি সুপার কাপের টানা চতুর্থ শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। কিন্তু ফরাসি কাপের শেষ ষোলোয় উঠার লড়াইয়ে হতাশা সঙ্গী হলো তাদের। হারের তেতো স্বাদ পেল ৪৬ বছর পর লীগ আঁয় জায়গা করে নেয়া প্যারিসের বিপক্ষে।মাঠের পারফরম্যান্সে অবশ্য দাপট দেখিয়েছে পিএসজিই। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ২১টি শট নেয় তারা। যার মধ্যে লক্ষ্যে ছিল আটটি। সেখানে গোলের জন্য নেয়া চার শটের দুটি লক্ষ্যে রাখতে পারে প্যারিস। আর ওই দুটির একটিতে করে তারা বাজিমাত।

ম্যাচের ৭৪তম মিনিটে পিএসজিকে স্তব্ধ করে দেন তাদেরই সাবেক ফরোয়ার্ড ইকোনে। ওই গোল আর শোধ করতে পারেনি গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

ম্যাচ শেষে মায়ুলুর কণ্ঠে হতাশা ঝরলেও তিনি ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।

লীগ টেবিলে লঁসের কাছে শীর্ষস্থান হারিয়েছে পিএসজি। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারীরা। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে লঁস। মায়ুলু বলেন, আগের মতোই নিজেদের উজাড় করে দিয়ে মৌসুমের বাকি শিরোপাগুলো জিততে মরিয়া তারা।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি