বিপিএল ঢাকা তথা চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এদিন লীগ পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্লে-অফের শেষ একটি জায়গা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে শুরু হবে হাই-ভোল্টেজ লড়াই।
ঢাকা পর্বের সূচি
১৫ জানুয়ারি
ঢাকা-নোয়াখালী, ১টা
চট্টগ্রাম-সিলেট, ৬টা
১৬ জানুয়ারি
নোয়াখালী-রাজশাহী, ২টা
ঢাকা-সিলেট ৭টা
১৭ জানুয়ারি
রাজশাহী-চট্টগ্রাম, ১টা
নোয়াখালী-রংপুর, ৬টা
১৯ জানুয়ারি
এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ), ১টা
কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য়), ৬টা
২১ জানুয়ারি
কোয়ালিফায়ার-২ (কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী), ৬টা
২৩ জানুয়ারি: ফাইনাল, ৬টা
সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকাকে সাত উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। তাদের পয়েন্ট ১২। একই সঙ্গে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের প্লে-অফও। দুই দলেরই পয়েন্ট সমান ১০ করে।
শেষ ম্যাচ হারে বড় ধাক্কা খেয়েছে ঢাকা। আট ম্যাচে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট। টিকে থাকতে হলে ঢাকায় নিজেদের বাকি দুই ম্যাচই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। শেষ প্লে-অফের জায়গাটির জন্য এখনও লড়াইয়ে আছে রংপুর রাইডার্স (৮ পয়েন্ট), ঢাকা ক্যাপিটালস (৪ পয়েন্ট) ও নোয়াখালী এক্সপ্রেস (৪ পয়েন্ট)।
ঢাকা পর্বের প্রথম দিনে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। আাগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার-এক, ২১ জানুয়ারি কোয়ালিফায়ার-দুই এবং ২৩ জানুয়ারি বসবে মহারণ, বিপিএল চলমান আসরের ফাইনাল।
ঢাকা পর্বের টিকিটের মূল্য: ২০০,৩০০ ৫০০, ৬০০, ৮০০, ১,০০০ ও ২,০০০ টাকা
রংপুরকে প্লে-অফে নেয়ার চ্যালেঞ্জ
বিপিএল এবারের আসরেও রংপুর রাইডার্সের হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সিরিজ শেষে বিপিএলে যোগ দিয়েছেন এই ক্রিকেটার। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই থেকে চারে নেমে গেলেও, ফাহিম আশরাফ আত্মবিশ্বাসী যে রংপুর ঘুরে দাঁড়াবে এবং চ্যাম্পিয়ন হবে।
বুধবার, (১৪ জানুয়ারী ২০২৬) সংবাদ সম্মেলনে ফাহিম আশরাফ বলেন, ‘যখন রেখে গিয়েছিলাম দল ভালো খেলছিল। এখন দলকে প্লে-অফে নেয়ার চ্যালেঞ্জ। এদিকেই এখন মনোযোগ। রংপুর এমন দল যারা ঘুরে দাঁড়ানোর সামর্থ রাখে। এখনও ভালো অবস্থায়ই আছে। একটা ম্যাচ জিতলেই মোমেন্টাম চলে আসবে, প্লে-অফ খেলব ফাইনালেও যাব।’ ফাহিম আশরাফ দলের জয়ে অবদান রাখতে চান, ‘আমার চেষ্টা দলের জন্য অবদান রাখার। সবসময় যাতে পারফর্ম করতে পারি। সেরাটা দিতে পারি। বাকিটা সমর্থকরা বলতে পারবেন আমি রংপুরের জন্য লাকি চার্ম কিনা।’
দলের অধিনায়ক নুরুল হাসান সোহানের প্রশংসা করে ফাহিম বলেন, ‘সব খেলোয়াড় জেতার জন্য খেলে। সোহান ভালো ফর্মে না থাকলেও ভালো অধিনায়কত্ব করছে। বোলিং বিভাগকে দারুণ দেখভাল করছে।’