image

আত্মবিশ্বাসই হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের বড় শক্তি: বাশার

ক্রীড়া বার্তা পরিবেশক

সাবেক নির্বাচক ও চট্টগ্রাম রয়্যালসের মেন্টর হাবিবুল বাশার সুমন মাঠের বাইরের বিষয় নিয়ে না ভেবে খেলোয়াড়দের মাঠের ক্রিকেটে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, সাম্প্রতিক সাফল্য থেকে পাওয়া আত্মবিশ্বাসই হতে পারে বিশ্বকাপের বাংলাদেশ দলের বড় শক্তি।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এক মন্তব্যের সূত্র ধরে এই আলোচনা শুরু হয়। শান্ত বলেছিলেন, প্রতিটি বিশ্বকাপের আগেই কোনো না কোনো ইস্যু সামনে আসে, যা দলের মনোযোগে প্রভাব ফেলে। ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচ না খেলার বিষয়ে বিসিবি ও আইসিসির মধ্যে চলমান আলোচনার বিষয়টি এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাশার বলেন, ‘এই পরিস্থিতি খেলোয়াড়দের হাতে নেই। আমি যদি এখন খেলোয়াড় হতাম, তবে বিপিএলে ভালো পারফরম্যান্স করার দিকেই মনোযোগ দিতাম। খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে এসব নিয়ে আলোচনা করে- বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কথা বলা স্বাভাবিকভাবে তারা সবাই পেশাদার।’

২০২৩ সালের জুলাই থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ২৪টি টি-২০ ম্যাচের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে। বাশারের মতে, এই সাফল্যই হওয়া উচিত বিশ্বকাপের প্রেরণা। তিনি বলেন, ‘এগুলো যদিও প্রতিবন্ধকতা, তবুও গত ছয় মাসে আমরা যেভাবে খেলেছি তা নিয়ে আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিত। আমরা আমাদের টি-২০ ক্রিকেটের ধরন এবং দল হিসেবে আমাদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার জানি। অজুহাত না দিয়ে আমাদের বিশ্বকাপে ভালো করার দিকে মনোনিবেশ করতে হবে।’

আগামী ৩১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের সুযোগ সীমিত থাকায় বিপিএলকেই আত্মবিশ্বাস ফেরানোর শেষ মঞ্চ হিসেবে দেখছেন বাশার। তিনি মনে করেন, অনাকাক্সিক্ষত পরিস্থিতিকে অজুহাত হিসেবে দাঁড় করালে দিনশেষে দলেরই ক্ষতি হবে।

সম্প্রতি