image

চাঁপাইয়ে অ্যাথলেটিক প্রশিক্ষণ

প্রতিনিধি, রাজশাহী

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার মাসুদ উল হক ইনস্টিটিউট মাঠে মাসব্যাপী অনুর্ধ্ব-১৪ বালক বালিকাদের অ্যাথলেটিকস প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। বুধবার, (১৪ জানুয়ারী ২০২৬) বিকেলে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান এর সভাপতিত্বে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাসুদ উল হক ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবীর। এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বালক-বালিকা অংশগ্রহণ করছে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকম-লী, ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি