image
ফুটসালের ম্যাচে বাংলাদেশের একটি আক্রমণ

ভারতকে রুখে দিলো বাংলাদেশ

বাংলাদেশ ৪: ভারত ৪

ক্রীড়া বার্তা পরিবেশক

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শক্তিশালী ভারতকে জিততে দেয়নি বাংলাদেশ। ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে ভারতকে রুখে দিয়েছে লাল-সবুজরা। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ৪-৪ সমতায়। মইন আহমেদ ও অধিনায়ক রাহবার খান করেন জোড়া গোল।

বুধবার, (১৪ জানুয়ারী ২০২৬) থাইল্যান্ডে ড্র হওয়া প্রথম ম্যাচে দুই অর্ধে (২০ মিনিট করে) গোল হয়েছে ৪টি করে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কানাডা প্রবাসী অধিনায়ক রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে গোলের খাতাটা বাংলাদেশই খোলে। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী।

প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়া শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)। দ্বিতীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে। ইনতিশারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)। ম্যাচের শেষ মুহূর্তে আরও জমে ওঠে খেলা। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক (৪-৪)। হুটার শেষবারের মতো বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কয়েকবার।

আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।

আজ মাঠে নামবেন সাবিনা খাতুনরা। প্রতিপক্ষ একই শক্তিশালী ভারত।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি